২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রানা-সুব্রতর নির্দেশনায় ‘হারাতে চাইনা’তে শাশ্বত-আইশা

রানা-সুব্রতর নির্দেশনায় ‘হারাতে চাইনা’তে শাশ্বত-আইশা -

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক সোহেল রানা। তারই আপন বোনের মেয়ে বাংলাদেশের আরেক নন্দিত মডেল, অভিনেত্রী, নির্মাতা তানিয়া আহমেদ। তানিয়া আহমেদেরই আপন ছোট ভাই নাট্যনির্মাতা অমিতাভ আহমেদ রানা। বন্ধু সুব্রত মিত্রকে সাথে নিয়ে রানা যৌথ পরিচালনায় বেশ কয়েক বছর ধরে নাটক নির্মাণ করে আসছেন। তারা দু’জন যৌথভাবে এখন পর্যন্ত ৭০০টি নাটক নির্মাণ করেছেন, যার মধ্যে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে ‘সুবর্ণ তিথি’, ‘টুরু লাভ’, ‘ভোর হতে একটু বাকি’, ‘ঘুণপোকার গল্প’, ‘বয়ফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড ফ্রি’ ইত্যাদি। এরই মধ্যে রানা ও সুব্রত এই প্রজন্মের আলোচিত দুই অভিনয়শিল্পী শাশ্বত দত্ত ও আইশা খানকে নিয়ে অনামিকা মণ্ডলের গল্পে নির্মাণ করেছেন ‘হারাতে চাই না’ শিরোনামের আরো একটি নাটক। নাটকে শাশ্বত অভিনয় করেছেন রবিন চরিত্রে ও আইশা অভিনয় করেছেন রিয়া চরিত্রে। শাশ্বত ও আইশা এর আগে ‘রক্ত লাগবে’, ‘খুশবু’, ‘সেই সময়’, ‘ঘাসফড়িং’সহ আরো দু’টি নাটকে একসাথে অভিনয় করেছেন। প্রত্যেকটি নাটকে তাদের দু’জনের ন্যাচারাল অ্যাক্টিং দর্শককে মুগ্ধ করেছে। দু’জন সম্পর্কে জেনেই রানা সুব্রত তাদের নাটকে শাশ্বত আইশাকে নিয়ে ‘হারাতে চাই না’ নাটকটি নির্মাণ করেছেন। অবশ্য শাশ্বত ও আইশা প্রথম একসাথে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ‘রাঁধুনী হালিম’-এর বিজ্ঞাপনে তারা দু’জন প্রথম একসাথে কাজ করেন। শাশ্বত ও আইশাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে অমিতাভ আহমেদ রানা বলেন, ‘খুব ভালো লেগেছে দু’জনকে নিয়ে কাজ করতে। সময়ের ব্যাপারে দু’জনই ভীষণ সচেতন। আবার অভিনয়েও দু’জন চরিত্রানুযায়ী ভীষণ প্রাণবন্ত। দু’জনই খুব চমৎকার অভিনয় করেছেন।’ শাশ্বত বলেন, ‘রানা ভাই সুব্রত দাদার পুরো ইউনিটটাই ভীষণ গুছানো। সব কিছু বেশ প্রি-অর্গানাইজড। আর অভিনয় করার ক্ষেত্রে শিল্পীকেও যথেষ্ট স্বাধীনতা দেন, যে কারণে অভিনয় করতেও ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ কাজ করে।


আরো সংবাদ



premium cement