২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অভিনয়ই করতে চান শেখ স্বপ্না

-

সাতক্ষীরার মেয়ে শেখ স্বপ্নার ছোটবেলা থেকেই অভিনয় করার আগ্রহ ছিল। কিন্তু অভিনয় করার সুযোগটা ঠিকঠাক মতো হয়ে উঠছিল না। ২০১৪ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন শেখ স্বপ্নার মেঝ মেয়ে নাদিয়া আফরিন মিম। মেয়ের চ্যম্পিয়ন হওয়ার সুবাদে অভিনয় অঙ্গনে শেখ স্বপ্নারও যাতায়াত বেড়ে যায়। ২০১৫ সালে তিনি প্রথম জাহিদ হাসানের প্রযোজনা সংস্থা পুষ্পিতা ভিজ্যুয়ালের ব্যানারে নির্মিত একটি নাটকে অভিনয় করার সুযোগ পান। আর এর পর থেকেই মূলত ছোটবেলার ভালোলাগার জায়গায় তার কাজ করা শুরু। শেখ স্বপ্নার আসল নাম শাহানা আফরোজ স্বপ্না। কিন্তু মিডিয়াতে এত বড় নাম সাধারণত ব্যবহার করাটা একটু জটিল বিধায় স্বামীর পরিবারের সাথে সামঞ্জস্য রেখে তিনি তার নাম রাখেন শেখ স্বপ্না। শেখ স্বপ্নার তিন মেয়ে। বড় মেয়ে ফাল্গুনী, সাউথ পয়েন্ট স্কুলে চাকরি করছেন। ছোট মেয়ে মিথিলা একটি প্রাইভেট বিশ^বিদ্যালয়ে অনার্স পড়ছেন। আর মেঝ মেয়ে লাক্স সুপারস্টার মিম অভিনয়ের সাথেই সম্পৃক্ত। প্রয়াত দীন মোহাম্মদ ও জামিলা বেগম দম্পতির পাঁচ সন্তানের একজন শেখ স্বপ্না। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা। তবে বাবার চাকরির সুবাদে তিনি বেড়ে উঠেছেন রাজধানীর মিরপুরে। শেখ স্বপ্না এখন পর্যন্ত মোস্তফা কামাল রাজ, মাবরুর রশীদ বান্নাহ, আনিসুজ্জামান আনিস, শহীদ উন নবী, আকাশ রঞ্জন, এস আই সোহেল, এস আই মনিরসহ আরো অনেক পরিচালকের নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন। শেখ স্বপ্নার নিজের বেশি ভালোলাগার নাটক হচ্ছে মারুফ হোসেন সজীব পরিচালিত ‘বাবুই পাখির বাসা’ নাটকটি।


আরো সংবাদ



premium cement