ইউরোপে মুগ্ধতা ছড়ালেন মুক্তা
- বিনোদন ডেস্ক
- ১০ অক্টোবর ২০২৪, ০০:০০
পালা গান ও লোক গানে গেল ১৫ বছরেরও বেশি সময় ধরে যে শিল্পী মুগ্ধতা ছড়িয়ে আসছেন তিনি মুক্তা সরকার। কিছুদিন আগেই তিনি ইউরোপের বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশন করতে রওনা হয়েছিলেন। মুক্তা সরকার জানান এবারের ইউরোপ সফরে তিনি সুইডেন, ফিনল্যান্ড, ইতালি, পর্তুগাল ও ফ্রান্সে সঙ্গীত পরিবেশন করবেন। এবারের ইউরোপ সফর তার সঙ্গীতজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সফর হিসেবেই বিবেচনা করেন মুক্তা সরকার। মুক্তা সরকার বলেন, ‘দেশে কিংবা বিদেশে হোক বিশে^র যেকোনো প্রান্তে সঙ্গীত পরিবেশন করতে আমি আমার বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্যকেই তুলে ধরি। যারা আমাকে নিমন্ত্রণ করে ইউরোপ ট্যুরে নিয়েছেন তারা জেনেই নিয়েছেন যে আমি বাংলার মাটির গান, মানুষের গান গাইবো। তাই প্রতিটি শোতে সঙ্গীত পরিবেশন করতে গিয়ে অনেক সময় আবেগাপ্লুত হয়ে উঠেছি শ্রোতা দর্শকের ভালোবাসায়। আমার প্রিয় জন্মভূমি আমার প্রিয় বাংলাদেশের কত হাজার হাজার মানুষ শুধু পরিবারের কথা চিন্তা করেই দেশের বাইরে থাকেন। তাদের মনে গানে গানে একটু শান্তি দেয়ার জন্য, একটু ভালোলাগা সৃষ্টির জন্যই এই ট্যুরে আমার আসা। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ এই ইউরোপ ট্যুরে আমাকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে।’ মুক্তা জানান শিগগিরই তিনি দেশে ফিরবেন। পালা ও লোকগানে অর্থাৎ শরিয়তি-মারফতি গানে মুক্তা সাহার দেশের অভ্যন্তরেই রয়েছে ব্যাপক চাহিদা। মুক্তা সরকারের মিষ্টি দরদি কণ্ঠ একবার যে এলাকার গান পাগল শ্রোতা দর্শক উপভোগ করেছেন, বারবার তারা তাকে নিমন্ত্রণ জানাতে চান তাদের এলাকায়। মুক্তা সরকারের গ্রামের বাড়ি কুমিল্লার মতলবের ষাটনলে। তার বাবা হযরত আলী সরকার গান করতেন। তার মাও টুকটাক গান করতেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা