২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জনির ‘কিছু বলবে কী’তে আরশ-উর্বী

-

প্রিয়ন্তী উর্বী, বাংলাদেশের অভিনয় অঙ্গনের এই প্রজন্মের এমন একজন অভিনেত্রী, যার অভিনয়ের দুনিয়ায় কাজ শুরু হয়েছিল কয়েক বছর আগে। রূপান্তরের স্ক্রিপ্টে অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ‘ভেজা বেড়াল’ নাটকে শ্যামল মাওলা ও কচি খন্দকারের সাথে প্রথম নাটকে অভিনয় করেই দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হন। তবে বেশি আলোচনায় আসেন তিনি পরবর্তীতে একটি ওটিটি প্ল্যাটফর্মে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘কোথায় পালাবে বলো রূপবান’ ফিল্মে নাম ভূমিকায় অভিনয় করে দারুণ সাড়া ফেলেন। এরপর তার কাছে একের পর এক স্ক্রিপ্ট আসতে শুরু করে। আর তখন তার ভালো লাগলে কাজ করতেন, না ভালো লাগলে করতেন না। পরবর্তীতে তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘পোট্রেট’, ‘মধ্যরাতের মেয়েটি’, ‘বুক পকেটের গল্প’, ‘তোমারই সাথে’, ‘টেক অফ’, ‘বিশেষ অতিথি’, ‘বয়স আমার বেশি না’, ‘এক্স যখন বউ’, ‘ঢাকাইয়া পোলা’ ইত্যাদি। ওটিটিতে প্রকাশিত ‘অপলাপ’ ফিল্মটিতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়। উর্বীর ভাষ্য এমন যে, তিনি ভালো ভালো গল্পের কাজ করেই একজন পূর্ণাঙ্গ অভিনেত্রী হতে চান। ভালো অভিনয় করে তিনিই দেশের শীর্ষ স্থানীয় একজন অভিনেত্রী হতে চান। যে কারণে ভালো গল্পের প্রতি তার যেমন ভীষণ মনোযোগ রয়েছে ঠিক তেমনি ভালো গল্পে তার চরিত্রটাও যেন গল্পের সাথে সামঞ্জস্য পারফেক্ট একটি চরিত্র হয় সেদিকেও তার শতভাগ মনোযোগ থাকে। ঠিক তেমনি একটি ভালোলাগার গল্পের নাটক ‘কিছু বলবে কী?’। নাটকটির গল্প আফনান শুভর।

 


আরো সংবাদ



premium cement