‘গোল্ডেন মেলোডিস’-এ মুগ্ধ করলেন ইউসুফ-ঐশী
- বিনোদন প্রতিবেদক
- ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি নজরুল সঙ্গীতশিল্পী ওস্তাদ ইয়াকুব আলী খানের যোগ্য উত্তরসূরি এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খানের সুর সঙ্গীতে ‘একটা স্বপ্ন নিয়ে আয়’ গানটিতে ইউসুফের সাথে গেয়েছিলেন ‘২০১৭-এর সেরাকণ্ঠ’ চ্যাম্পিয়ন ও প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রাকিবা ইসলাম ঐশী। গানটি লিখেছিলেন সাখাওয়াত হোসেন মারুফ। ২০২১ সালের মে প্রকাশিত ওই গানটি শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। ইউসুফের গানের ভক্ত শ্রেণী আলাদা। ঠিক তেমনি ঐশীরও। সেই আলাদা শ্রেণীর শ্রোতা ভক্তরা গানটি ভীষণ পছন্দ করেন। এবার এই দুই শিল্পী বাংলাদেশের খ্যাতনামা গিটারিস্ট সাকিল মোহাম্মদ দীপনের আয়োজনে রাজধানীর গুলশান ক্লাবের ‘গোল্ডেন মেলোডিস’ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। গত শনিবার রাত ৯টা থেকে প্রায় ১২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ইউসুফ ও ঐশী নিজেদের মৌলিক গানসহ বাংলাদেশ ও ভারতের পুরোনা দিনের বাংলা গান পরিবেশন করেন। মঞ্চে উঠে ইউসুফ প্রথমেই গৌরী প্রসন্ন মজুমদারের লেখা ও হেমেন্ত মুখোপাধ্যায়ের সুর সঙ্গীতে হেমন্ত মুখোপাধ্যায়েরই গাওয়া ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানটি পরিবেশন করেন। আর তারপর ঐশী পরিবেশন করেন গৌরী প্রসন্ন মজুমদারের লেখা ও হেমেন্ত মুখোপাধ্যায়ের সুর সঙ্গীতে গীতা দত্তের গাওয়া ‘তুমি যে আমার ওগো তুমি যে আমার’ গানটি পরিবেশন করেন। দু’জনের দুই গান শুরুতেই গুলশান ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের মধ্যে মুগ্ধতা ছড়িয়ে দেন ইউসুফ ঐশী। এরপর তারা দু’জনই বাংলাদেশের বিভিন্ন শিল্পীর বিভিন্ন প্রখ্যাত সঙ্গীতশিল্পীর গান পরিবেশন করেন। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তারা দু’জন দ্বৈত সঙ্গীতও পরিবেশন করেন। একদম শেষে এসে দু’জনের গাওয়া গান যেন আরো একটু বেশিই ভালো লাগছিল সবার। যে কারণে শ্রোতা দর্শকের কাছ থেকে দাবি ছিল আরো যেন তারা সঙ্গীত পরিবেশন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা