২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নেহার নবযাত্রায় সঙ্গী হলেন মৌসুমী, পূজা, জনি...

নেহার নবযাত্রায় সঙ্গী হলেন মৌসুমী, পূজা, জনি... -

নেহার নবযাত্রায় সঙ্গী হলেন মৌসুমী, পূজা, জনি...
একটা সময় নাটকে অভিনয়েই ব্যস্ত ছিলেন খুলনার মেয়ে নেহা। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তিনি। নেহা সবসময়ই একজন সৌন্দর্যসচেতন শিল্পী। গত বছরের মাঝামাঝি সময়ে নেহা রাজধানীর বনানীতে মেয়েদের জন্য বিউটি স্টুডিও পারফেক্ট লাইন চালু করেন। নেহাকে অনুপ্রেরণা দিতে সেদিন তার নিমন্ত্রণে অনেক তারকাই উপস্থিত হয়েছিলেন। এবার নেহা তার আগের স্টুডিওর ঠিকানা পরিবর্তন করে রাজধানীর বনানীর ডি ব্লকের ১০ নম্বর রোডের ৬৬ নং বাড়িতে মেয়েদের পাশাপাশি গত ১ অক্টোবর ছেলেদের জন্যও চালু করলেন ‘পারফেক্ট বারবার স্টুডিও’। ঠিকানার দ্বিতীয়তলায় ডানে বামে তার দু’টি আলাদা স্টুডিওতে ছেলে-মেয়েরা সৌন্দর্যবিষয়ক সেবা নিতে পারবেন বলে জানান নেহা। মেয়েদের জন্য নেইল এক্সটেনসন, আইলেন এক্সটেনসন, সেমি পারমানেন্ট মেকাপ কোর্স, বিবি গ্লো ফেসিয়াল ট্রিটম্যান্টের উপর ২০২৩ সালে ব্যাংকক থেকে দুই মাসের কোর্স করে এসেছেন। নিজেকে প্রস্তুত করেই দক্ষ কর্মী সঙ্গে নিয়ে তিনি তার কর্মস্থল ঠিকঠাকভাবে পরিচালনা করার চেষ্টা করছেন। এরই মধ্যে অনেকেই নেহার স্টুডিওতে গিয়ে কাজ করিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ছেলেদের জন্য হেয়ার কাট, বিয়ার্ড কাট, হেয়ার স্পাসহ যাবতীয় অন্যান্য সৌন্দর্যচর্চার কাজ চালু রয়েছে। নেহার নতুন স্থানে তাকে অনুপ্রেরণা দিতে সেদিন চিত্রনায়িকা পূজা চেরী, অভিনেত্রী মৌসুমী হামিদ, নেহার স্বামী বাবান, অভিনেতা জনি, সাঞ্জু জন, চিত্রনায়ক শিপন মিত্র, মডেল রুমা, অভিনেতা আহসান হাবিব নাসিম, নৃত্যশিল্পী-নৃত্য পরিচালক সোহেল রহমানসহ আরো অনেকেই উপস্থিত হয়েছিলেন। চিত্রনায়িকা পূজা চেরী বলেন, ‘কিছু বিউটি সেলুন, কিছু বিউটি পার্লারের প্রতি সবার আস্থা তৈরি হয়ে যায় তাদের গুণগত কাজ, তাদের আন্তরিক ব্যবহার সর্বোপরি তাদের শতভাগ সেবা দেয়ার কারণে। পারফেক্ট লাইন সেই আস্থাটা শুরু থেকেই রাখতে পেরেছে। এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার তিনি আমার ভীষণ ঘনিষ্ঠ, অত্যন্ত ভালো মনের একজন মানুষ তিনি।


আরো সংবাদ



premium cement