২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নীল হুরেজাহানের নিমন্ত্রণে পূজার আড্ডায় মৌসুমী মৌ

নীল হুরেজাহানের নিমন্ত্রণে পূজার আড্ডায় মৌসুমী মৌ -

নীল হুরেজাহান, বাংলাদেশে এই প্রজন্মের অন্যতম সুন্দরী, স্মার্ট, মেধাবী, আধুনিক উপস্থাপিকা। কখনো স্টেজ শোতে, কখনো টিভি শোতে তার উপস্থাপনা দর্শককে মুগ্ধ করে। বাংলাদেশের উপস্থাপনা জগতে নীলের পরবর্তী প্রজন্মের অনেক উপস্থাপিকার কাছেই অনুপ্রেরণার নাম নীল হুরেজাহান। অন্য দিকে এই প্রজন্মের অন্যতম সাবলীল ও জ্ঞানী একজন উপস্থাপিকা হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন মৌসুমী মৌ। যিনি বছরজুড়েই উপস্থাপনা নিয়ে তুমুল ব্যস্ত থাকেন। ঢাকা, ঢাকার বাইরে প্রতিনিয়ত তিনি শো নিয়ে ব্যস্ত সময় পার করেন। প্রায় দুই মাস আগে একুশে টিভির ‘রূপ লাবণ্য’ অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন নীল হুরেজাহান। এই অনুষ্ঠানেই আগামী দুর্গাপূজা উপলক্ষে বিশেষ একটি পর্বে নীল হুরেজাহানের নিমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন মৌসুমী মৌ। সাথে ছিলেন বিশ^রঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। এই পর্বটি শিগগিরই একুশে টিভিতে প্রচার হবে। নীল হুরেজাহান বলেন, ‘প্রায় দুই মাস হলো আমি একুশে টিভির এই অনুষ্ঠানটি শুরু করেছি। দুই মাসেই বেশ ভালো সাড়া পাচ্ছি। আর বিপ্লব দাদা ও মৌসুমী মৌকে নিয়ে এটি ছিল মূলত দুর্গাপূজা উপলক্ষে বিশেষ একটি পর্ব। পূজায় ফ্যাশন কেমন হবে অর্থাৎ পূজায় আমাদের লাইফস্টাইলসহ পূজার সাজগোজ নিয়ে নানা ধরনের কথাবার্তায় আমরা আড্ডায় মগ্ন ছিলাম। বেশ চমৎকার একটি পর্ব হয়েছে এটি। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’ মৌসুমী মৌ বলেন, ‘মূলত বিশ^রঙের কর্ণধার বিপ্লব সাহা দাদার উদ্যোগেই আমার এই আয়োজনে অংশগ্রহণ করা। আয়োজনে বিশ^রঙের এতদিনের পথচলা, পূজার কেনাকাটাসহ আরো নানা বিষয়ে আড্ডা দেয়া হলো। বলা যায়, একটা দারুণ সময় কাটল আমাদের। নীলের সাথে আমার সম্পর্কটা বন্ধুত্বের। যে কারণে সময়টা অনেক বেশি ভালো কেটেছে। এমন চমৎকার একটি আড্ডার আয়োজনের জন্য ধন্যবাদ মুনতাসির বিপন ভাইকে।’ এ দিকে গতকাল সকালের ফ্লাইটে কক্সবাজার গেছেন নীল হুরেজাহান। সেখানে আজ নীল একটি স্টেজ শোতে উপস্থাপনা করবেন। নিউজ টুয়েন্টি ফোরে নীলের উপস্থাপনায় জনপ্রিয় হয়ে ওঠা অনুষ্ঠান ‘ইটস অ্যামাজিং’ কয়েক দিনের মধ্যে ৮০০ পর্ব প্রচার হবে। এ ছাড়া তিনি নাগরিক টিভিতে স্পোর্টসের শোর উপস্থাপনা করেন। পাশাপাশি একটি জাতীয় দৈনিকের ‘ক্যাফে লাইভ’ শোরও উপস্থাপনা করেন।


আরো সংবাদ



premium cement