২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিটিভিতে ১৫ বছর গাইতে পারেননি ফেরদৌস আরা

বিটিভিতে ১৫ বছর গাইতে পারেননি ফেরদৌস আরা -

তিনি সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর ক্যারিয়ারে আছে অসংখ্য জনপ্রিয় গান। বিগত বছরগুলোতে চ্যানেল আইসহ বেশ কয়েকটি বেসরকারি টিভিতে গান গাইতে দেখা গেলেও টানা ১৫ বছর দেখা যায়নি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে গাইতে। এমনকী কোনো অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি এই গায়িকা।
জানা গেছে, ভিন্ন মতের হওয়ায় বিগত সরকারের আমলে অনেক শিল্পীই কালো তালিকাভুক্ত ছিলেন। রাষ্ট্রীয় বেতার ও টিভি চ্যানেলে কোন কোন শিল্পী পরিবেশন করতে পারবেন, আর কে কে পারবেন না- তা ছিল একটি অঘোষিত তালিকা। এমনকী একটি কালো তালিকাও ছিল। সেই তালিকায় নাম ছিল ফেরদৌস আরার। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তোপের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারো বিটিভি ও বেতারের অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন এই গায়িকা। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন ফেরদৌস আরা। তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর আবারো আমাদের প্রাণের প্রতিষ্ঠান বিটিভিতে গাইতে পেরে ভালো লাগছে। শিল্পী তৈরিতে এ প্রতিষ্ঠানটির ভূমিকা বর্ণনাতীত। কিন্তু কী কারণে আমাকে দীর্ঘদিন কোনো অনুষ্ঠানে ডাকা হয়নি জানি না। শুনেছি, অনেক শিল্পী রাজনীতি করার কারণে বিটিভি-বেতারে নিষিদ্ধ ছিলেন। কিন্তু আমি তো রাজনীতি করি না।
আমাকে কেন এত বছর বঞ্চিত করা হয়েছে?’ বিএনপি সরকারের আমলে সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ফেরদৌস আরার স্বামী ড. রফিকুল মুহাম্মদ। বিগত সরকারের ধারণা ছিল- রাজনৈতিকভাবে বিএনপিপন্থী ও দলটির অনুগত তারা। মূলত এ কারণে ফেরদৌস আরাকে রাষ্ট্রীয় মাধ্যমে গান করতে দেয়া হতো না বলে ধারণা অনেকের।


আরো সংবাদ



premium cement