২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এক সাথে প্রথম তানভীর-অলংকার

এক সাথে প্রথম তানভীর-অলংকার -

গোলাম কিবরিয়া তানভীর, বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন দর্শকপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরেই তিনি নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে তার আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘আমার মা একজন বীরাঙ্গনা’, ‘বিলকিস’, ‘চাঁদে যাবে সাদ্দাম’, ‘চিৎকার’, ‘টিকটক কন্যা’, ‘চাঁদ হাসে আলো আসে’, ‘সিনিয়ার বউ’, ‘বাবার কষ্টের টাকা’, ‘বাজিগর’, ‘ভালোবাসার প্রাচীর’, ‘লাল শাড়ি’ ইত্যাদি। তবে তানভীর অভিনীত সর্বশেষ আলোচিত ধারাবাহিক নাটক ছিল হাবিব শাকিল পরিচালিত এনটিভিতে প্রচারিত ‘পরের মেয়ে’ ধারাবাহিকটি। এতে তানভীরের বিপরীতে অভিনয় করেছিলেন প্রভা। এমনই একটি ধারাবাহিক নাটকে এক বছরেরও বেশি সময় আগে তানভীরের সঙ্গে অভিনয় করেছিলেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। তবে সে নাটকে তানভীরের বিপরীতে ছিলেন রুকাইয়া জাহান চমক। অলংকার এবার তানভীরের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘শেষ হয়েও হলো না শেষ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এআর সাইম মৃধা। তবে নাটকটি কোন টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে প্রচার হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তানভীর বলেন, ‘নাটকটির গল্প একেবারেই অন্যরকম। সচরাচর এ ধরনের গল্প নিয়ে নাটক হতে দেখিনি আমি। আমার কাছে পরিচালকের গল্প ভাবনা এবং তার নির্মাণ ভালো লেগেছে। আর অলংকার তো আগের চেয়ে অভিনয়ে বেশ ভালো করছে, নিজের মতো করেই ভীষণ শ্রম ও মেধা দিয়ে এগিয়ে যাচ্ছে। কাজের প্রতি তার ডেডিকেসন এবং একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। আগামীতে সে আরো ভালো করবে বলে আমার বিশ^াস।’ অলংকার চৌধুরী বলেন, ‘তানভীর ভাইয়ার সাথে এর আগে ধারাবাহিক একটি নাটকে এক/দু’টি দৃশ্যে অভিনয় করার সুযোগ হয়েছিল। আর এই নাটকে আমরা দু’জনই প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছি। তানভীর ভাই ভীষণ বিনয়ী, হাস্যোজ্জ্বল এবং শতভাগ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী। তার সাথে প্রতিটি ফ্রেমে অভিনয় আমি দারুণ উপভোগ করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ এদিকে তানভীর বর্তমানে দু’টি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। একটি কায়সার আহমেদের ‘গোলমাল’, আরেকটি মুরাদ পারভেজের ‘স্মৃতির আল্পনা আঁকি’। আগামী ৩ অক্টোবর প্রচারে আসছে অলংকার অভিনীত শফিক মুক্তা পরিচালিত খণ্ড নাটক ‘একদিনে সেলিব্রিটি’। এই নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী অলংকার। এছাড়াও আগামী ৪ অক্টোবর অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্রের পরিচালনায় নির্মিত ‘কেন মেঘ আসে হৃদয় আকাশে’ নাটকটি প্রচারে আসবে। এতে অলঙ্কারের সহশিল্পী হিসেবে আছেন আজিজুল হাকিম, হোসাইন নীরব।


আরো সংবাদ



premium cement