কৃতজ্ঞ তিন্নি, কিন্তু কার কাছে?
- বিনোদন প্রতিবেদক
- ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কানিজ খাদিজা তিন্নি, নারায়ণগঞ্জের মেয়ে। ছোট্টবেলা থেকেই তিনি গানের সাথে সম্পৃক্ত। বিশেষত বাবার প্রবল আগ্রহের কারণেই ছোটবেলা থেকে তার গান শেখা শুরু। একটা সময় এসে তিনি নিজেকে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম আলোচিত রিয়েলিটি শো’ ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’র সাথে নিজেকে সম্পৃক্ত করলেন। নানান ধাপ পেরিয়ে তিনি এই ‘গ্র্যান্ড ফিনালে’তে এই প্রতিযোগিতার শীর্ষে চলে আসেন তিন্নি। আর এর পর থেকেই তিন্নির গানের ভুবনে একটু একটু করে ব্যস্ততা বেড়ে যায়। স্টেজ শোতে যেমন তিন্নি একটু একটু করে ব্যস্ত হয়ে উঠেন। ঠিক তেমনি মৌলিক গান প্রকাশেও তিন্নি মনোযোগী হয়ে উঠেন। চলার পথে গানে গানে জীবনে প্রথম গানের জন্য সম্মাননাও চলে আসে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। দেশের গান ‘শরৎ আমার স্নিগ্ধতা’ গানটির জন্য তিনি এই সম্মাননায় ভূষিত হয়েছিলেন। আবার ২০২২ সালেও ‘প্রজাপতি মন’ গানের জন্য ‘বিসিআরএ’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেরা গায়িকার স্বীকৃতিতে ভূষিত হয়েছিলেন তিনি। তবে এই দুই পুরস্কারপ্রাপ্তির আগে পরে আরো ভালো ভালো মৌলিক গান প্রকাশিত হয়েছে। ২০১৭ থেকে আজকের দিন পর্যন্ত গানের ভুবনে তিন্নির ব্যস্ততাও বেড়েছে অনেক। তবে তিন্নি সব সময়ই ধীর গতিতে চলায় বিশ^াসী। অনেক অনেক মৌলিক গান করতে হবে এমনটায় বিশ্বাসী নন। মৌলিক গান শ্রোতাদের মনের মতো হওয়াটা জরুরি, ভালো গীতিকবিতার চমৎকার সুরের হওয়াটা জরুরি। তিন্নির প্রকাশিত শ্রোতাপ্রিয় মৌলিক গানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘শরৎ আমার স্নিগ্ধতা’, ‘প্রজাপতি মন’, ‘মেঘমালা’, ‘শত শত রাত’, ‘চেয়েছি তোমায়’ ইত্যাদি। যেকোনো স্টেজ শোতে তিন্নি তার নিজের প্রকাশিত মৌলিক গানগুলো গেয়ে থাকেন। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের হারানো দিনের জনপ্রিয় গানগুলোও পরিবেশন করে থাকেন। তবে আজ তিন্নির যে অবস্থান সে জন্য তিনি কৃতজ্ঞ কার কাছে? জানতে চাওয়া হলে তিন্নি বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, কৃতজ্ঞ আমি আমার পরিবারের কাছে। তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমি চ্যানেল আই পরিবারের কাছে। কারণ চ্যানেল আই আমাকে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাবার ক্ষেত্রে চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭-নামক একটি প্লাটফর্ম দিয়েছে। এই প্লাটফর্মের কারণেই আমি আজকের তিন্নি। অবশ্যই কৃতজ্ঞ ফরিদুর রেজা সাগর স্যারের কাছে, কৃতজ্ঞ সেরাকণ্ঠ’র প্রকল্প প্রধান ও প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন স্যারের কাছে। জানতে পারলাম স্যার এখন অসুস্থ। দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন। কৃতজ্ঞ যারা এই রিয়েলিটি শোতে বিচারক হিসেবে ছিলেন, তাদের প্রতি পরম শ্রদ্ধা-ভালোবাসা।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা