‘যুগল’-এ বন্দী হলেন রেহান-নীহা
- বিনোদন প্রতিবেদক
- ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রিতে গত এক বছরেরও বেশি সময়ে নবাগত তিনজন অভিনেত্রী অভিনয়ের দুনিয়ায় নিজেদের অভিষেক ঘটিয়ে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছেন। তারা হচ্ছেন নাজনীন নীহা, তটিনী ও সাদিয়া আয়মান। তিনজনই নিজেদের অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন, অভিনয়ে হয়েছেন প্রতিষ্ঠিতও। তবে একই সময়ে এই ইন্ডাস্ট্রি তেমন কোনো অভিনেতাকে পায়নি। যে তিনজন অভিনেত্রী নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছেন তারা সবাই অপূর্ব, ইরফান সাজ্জাদ, জোভান, তৌসিফ, ইয়াশ রোহান, খায়রুল বাসার, মুশফিক ফারহান, পার্থ শেখসহ আরো বেশ কয়েকজনের সাথে অভিনয় করে নিজেদের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে এবার নীহার সঙ্গী হয়ে বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্র্রিতে আরো একজন অভিনেতাকে পেতে যাচ্ছেন দর্শক, যাকে ঘিরে এরই মধ্যে নির্মাতা দর্শকের মধ্যে ভীষণ প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি টাঙ্গাইলের সাবালিয়ার শিক্ষক মো: নওশাদ আলী ও ফেরদৌস আরার ছোট সন্তান ফররুখ আহমেদ রেহান। বেশ কয়েক মাস আগে রেহান ও নাজনীন নীহা ফটোগ্রাফার রফিকুল ইসলাম রেফর একটি ফটোশুটে অংশ নেন। সেখানে করা দু’জনের একটি রিল চোখে পড়ে পরিচালক মিজানুর রহমান আরিয়ানের। ভালো লেগে যায় তার। সিদ্ধান্ত নেন দু’জনকে নিয়ে নাটক নির্মাণের। এরই মধ্যে আরিয়ান তারই রচনায় দু’জনকে নিয়ে ‘যুগল’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন। আরিয়ান বলেন, ‘রেহান ভীষণ সিনসিয়ার ও ডেডিকেটেড। যুগল হচ্ছে দর্শকের সাথে রেহানের পরিচয় পর্ব। আশা করছি, রেহান খুব ভালো করবে।’ নীহা বলেন, ‘আরিয়ান ভাই আমাদের সাথে নিয়ে কয়েক দিন রিহার্সেল করিয়েছেন। যে কারণে রেহান ভাইয়ের সাথে কাজটা ভালো হয়েছে। আমার অবস্থান থেকে আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্র্রি আরেকজন দারুণ অভিনেতা পেতে যাচ্ছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা