২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যেভাবে তৈরি হলো ৩০০ কোটির সিনেমা ‘দেবারা’

যেভাবে তৈরি হলো ৩০০ কোটির সিনেমা ‘দেবারা’ -

‘জনতা গ্যারেজ’ সিনেমা নির্মাণের অর্ধযুগ পর ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআরকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করেছেন পরিচালক কোরাতলা শিবা। নাম ‘দেবারা’। এতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার প্রথম ট্রেলার। এরপর সিনেমাটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন জুনিয়র এনটিআর। তিনি জানালেন সিনেমাটির দর্শক প্রতিক্রিয়া কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
রাজামৌলি পরিচালিত সিনেমা আরআরআর। মুখ্য ভূমিকায় ছিলেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসা সফল হয়েছিল। কিন্তু অদ্ভুত কারণে রাম চরণ এ সিনেমার জন্য আলোচিত হননি। আলো কেড়ে নিয়েছেন জুনিয়র এনটিআর। আরআরআরের একমাত্র নায়ক হিসেবে তাকেই প্রচার করা হয়েছে। এরপর ক্যারিয়ার গ্রাফও উঠেছে এককালে বিদ্রƒপের শিকার হওয়া এ নায়কের। তারই নতুন সিনেমা ‘দেবারা’।
অভিনেতা বলেন, ‘সত্যি বলতে, আমি বেশ চিন্তিত। কেননা প্রায় ছয় বছর পর আমি একটা সলো ফিল্ম করলাম। অন্য সিনেমাগুলোয় কোনো না কোনো বড় অভিনেতা থাকতেন আমার সঙ্গে। আমি জানি অনেক কিছুই আমাদের হাতে থাকে না মুক্তির পর, তাই সিনেমা নির্মাণে সবাই যতœবান ছিলেন।’
জুনিয়র এনটিআরের মতে, এ সিনেমার সবচেয়ে ট্রাম্প কার্ড হতে পারেন অনিরুদ্ধ রবিচন্দ্র। কেননা সঙ্গীত পরিচালকদের মধ্যে তিনি এখন সবচেয়ে জনপ্রিয় ও সফল। মজার ব্যাপার, এ সিনেমায় অনিরুদ্ধ থাকছেন তা জানানোর আগেই ভক্তরা হ্যাশট্যাগ দিয়ে অনিরুদ্ধকে দাবি করেছিল। অবশ্য নির্মাতার তার আগেই অনিরুদ্ধকেই বাছাই করেছিলেন সিনেমার জন্য।
জুনিয়র এনটিআর বলেন, ‘অনিরুদ্ধ আমাদের সময়ের অন্যতম প্রতিভাবান সঙ্গীতকার। সে একটা কাজের পেছনে যে শ্রম দেয় তা অবিশ্বাস্য। এ কারণেই তিনি ও তার সঙ্গীত বিশেষ হয়ে ওঠে।’
অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল দেবারা মানুষের কাছে ঈশ্বরস্বরূপ কিনা। কেননা ট্রেলারে তাকে সে রকমই দেখা যায়। তিনি সবার জন্য লড়েন। এ নিয়ে তিনি বলেন, ‘দেবারা অর্থ ঈশ্বর। গ্রামের দিকে নানা নামে ঈশ্বর বা দেবতাকে ডাকা হয়। খুব বেশি কিছু ভেবে এ নাম দেয়া হয়নি। আমরা চেয়েছিলাম আরআরআরের মতো এমন একটি নাম দিতে, যা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। এছাড়া সিনেমার গল্পের সঙ্গেও এর সংযোগ আছে।’
দেবারা মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। কিন্তু সিনেমাটি আরো আগেই মুক্তি পাওয়ার কথা ছিল। নানা কারণে এটি পিছিয়েছে। অন্যতম কারণ ভিএফএক্সের কাজ।


আরো সংবাদ



premium cement