২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অপূর্বর গল্পে রুবেলের পরিচালনায় শেষ হলো দুই নাটক

অপূর্বর গল্পে রুবেলের পরিচালনায় শেষ হলো দুই নাটক -

বাংলাদেশের টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর গল্পে এর আগেও বেশ কিছু নাটক নির্মিত হয়েছে। সেসব নাটক দর্শকের মধ্যে ভীষণ ভালোলাগারও সৃষ্টি করেছে। অপূর্বর গল্পে প্রথম নাটক নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। নাটকের নাম ছিল ‘স্বপ্নের নীলপরী’। এতে অভিনয় করেছিলেন অপূর্ব, তিন্নী ও হিল্লোল। ২০০৭ সালে এনটিভিতে ভালোবাসা দিবসে প্রচারিত হয়েছিল। এর পরেও অপূর্বর গল্পে ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘প্রোডাকশন নাম্বার এইট’সহ আরো বেশ কিছু নাটক নির্মিত হয়। আবারো অপূর্বর গল্পে আরো দু’টি নাটক নির্মিত হলো। নাটক দু’টি নির্মাণ করেছেন এই প্রজন্মের মেধাবী পরিচালক রুবেল হাসান। দু’টি নাটকেরই চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন। একটি নাটকের নাম ‘অ্যাবসেন্ট মাই- (প্রচার হবে ক্লাব ইলেভেন এন্টারটেইনম্যান্ট-এ) ও আরেকটি নাটকের নাম এখনো চূড়ান্ত হয়নি (প্রচার হবে এসবিই ইউটিউব চ্যানেলে)। গেল ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে মাঝে একদিন বিরতি দিয়ে গত দু’দিন গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে শুটিংয়ের মধ্যদিয়ে দু’টি নাটকের কাজ শেষ করেছেন অপূর্ব ও তটিনী। এক বছরেরও বেশি সময় আগে রুবেল হাসানের পরিচালনাতেই অপূর্বর সঙ্গে ‘বহিরাগত’ নাটকে অভিনয় করেছিলেন তটিনী। একই পরিচালকের পরিচালনায় ‘বহিরাগত’র পর অপূর্ব ও তটিনী একসঙ্গে দু’টি নাটকের কাজ করলেন। তবে অপূর্ব ও তটিনী অভিনীত সর্বশেষ আলোচিত নাটক ছিলো জাকারিয়া শৌখিনের ‘পথে হলো দেরি’। অপূর্ব বলেন, দু’টি নাটকই মূলত দর্শকের যেন ভালো লাগে সেই ভাবনা থেকে গল্প নিয়ে ভাবা। রুবেল, সিনেমাটোগ্রাফার কামরুল ইসলাম শুভসহ পুরো ইউনিট অনেক শ্রম দিয়েছে দু’টি কাজই ভালো হবার জন্য। আমার শতভাগ চেষ্টা তো থাকেই সবসময়। তটিনী আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে সেটা বুঝাই যাচ্ছে। দু’টি কাজ নিয়েই আশাবাদী আমি।’ তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে অনেক দিন পর কাজ হওয়ায় একটু নার্ভাস ছিলাম আমি। অপূর্ব ভাইয়া এমন একজন অভিনেতা যার সঙ্গে আমাদের জেনারেশনের শিল্পীদের কাজ করতে পারাটা পরম ভালোলাগার। তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ। তার সাথে অভিনয় করলে অভিনয়ে স্কুলিংটা খুব ভালো হয়। এই দু’টি নাটকে অভিনয় করেও আমি অভিনয়ে নতুন আরো অনেক কিছু র্শিখতে পেরেছি। এটাই অনেক বড় বিষয়। আর রুবেল ভাই এমন একজন পরিচালক যিনি এডিটিং-এর ওপর ভরসা করে নাটক নির্মাণ করেন না। প্রতিটি দৃশ্য ধারণের ক্ষেত্রে তার প্রস্তুতি থাকে। ’


আরো সংবাদ



premium cement