২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রথম প্লে-ব্যাকে উচ্ছ্বসিত টুসি...

-

নারায়ণগঞ্জের মেয়ে সাবরিনা নওশীন টুসির কণ্ঠ এতটাই সুরেলা ও মিষ্টি, যখন তিনি ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’-এ অংশগ্রহণ করেন তখন প্রায় প্রতিটি পর্বেই তার গান শুনে বিচারকেরা একটা কথাই বলতেন, ‘তোমার কণ্ঠটা প্লে-ব্যাকের জন্য পারফেক্ট একটি কণ্ঠ’। বিশেষত নায়ক আলমগীর যখন সিনেমার গানের একটি পর্বে সম্মানীত অতিথি হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তখন টুসির কণ্ঠে ‘ও বন্ধুরে প্রাণও বন্ধুরে’ গান শূনে ভীষণ মুগ্ধ হয়ে নায়ক আলমগীর টুসিকে নিয়ে প্লে-ব্যাকে সম্ভাবনা দেখেছিলেন। সেরা কণ্ঠর বিশেষ বিচারক উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা ও দুই প্রধান বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরীও টুসিকে নিয়ে এমন আশাবাদী ছিলেন। অবশেষে তাদের সেই স্বপ্নই সত্যি হলো। প্রথমবার টুসি প্লে-ব্যাক অর্থাৎ সিনেমার গানে কণ্ঠ দিলেন। সুমন পারভেজ প্রযোজিত ও মোস্তাফিুজর রহমান বাবুর পরিচালিত ‘ময়নার চর’ সিনেমায় প্রথমবার প্লে-ব্যাক করলেন টুসি। গানের প্রথম দু’টি লাইন হচ্ছে ‘তোর নামে দলিল দিলাম মনের ময়নার চর, সুখ স্বপনে বাঁধব ভালোবাসার ঘর’। গানটি লিখেছেন ও সুর সঙ্গীত করেছেন শাহাবুদ্দিন মজুমদার। গানে টুসির সহশিল্পী অয়ন চাকলাদার। জীবনে প্রথম প্লে-ব্যাক করে ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছ্বসিত টুসি। টুসি বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে আমার অনেক দিনের স্বপ্ন অবশেষে পূরণ হলো। আমার এখনো সেইদিনটার কথা মনে করি যেদিন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সামনে তারই গাওয়া ও বন্ধুরে গানটি গেয়েছিলাম। তখন গান শুনে তিনি আমাকে বলেছিলেন, টুসি তুমি আমাকে করলে খুশি। তোমার ভয়েজ কোয়ালিটি এত সুন্দর যে ঠিকমতো চর্চা করলে তুমি ফিল্মে চান্স পাবে। রুনা ম্যাডামের এমন কথার পর আরো আশাবাদী ছিলেন আলমগীর স্যার, বন্যা ম্যাডাম ও সামিনা ম্যাডাম। আমাকে ঘিরে তাদের সেই প্রত্যাশা আমি পূরণ করতে পেরেছি-এটাই যেন আমার অনেক আনন্দের, ভালোলাগার। কৃতজ্ঞতা জানাই চ্যানেল আই সেরাকণ্ঠ প্ল্যাটফরমকে। ধন্যবাদ জানাই শাহাবুদ্দিন আঙ্কেলকে আমাকে সিনেমায় গাইবার সুযোগ করে দেয়ার জন্য। সঙ্গীত জীবনের চলার পথে নতুন প্রাপ্তি যোগ হলো। গানে টুসির হাতেখড়ি মজিবুল হায়দার চৌধুরী সুজনের কাছে। এরপর তিনি রুমা রানী ধরের কাছে তালিম নেয়ার পর এখন এসএম সেলিম ও শেখ জসীমের কাছে তালিম নিচ্ছেন। ‘সেরাকণ্ঠ ২০২৩-এর গ্র্যান্ড ফিনালের একজন প্রতিযোগী তিনি। এখনো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়নি।


আরো সংবাদ



premium cement