‘এতে মজা আছে নাকি, সবাই একদল আমরা’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মে ২০২৪, ১৬:৫২
উপজেলা নির্বাচনে দফায় দফায় নির্দেশনা দেয়ার পরেও তৃণমূলের সব জায়গায় কেন্দ্রীয় সিদ্ধান্ত মানাতে বাধ্য করতে পারেনি আওয়ামী লীগ আর নির্বাচন বয়কট ও ভোটের মাঠে থাকা প্রার্থীদের বহিষ্কার করেও সবাইকে ভোটের মাঠ থেকে দূরে রাখতে পারেনি বিএনপি।
তৃণমূল নেতাদের কারো কারো অবাধ্যতার এই বাস্তবতা বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যেই এক ধরণের অস্বস্তি তৈরি করেছে।
জাতীয় নির্বাচনের পর সারাদেশে উপজেলা নির্বাচনে কৌশলী অবস্থান নিয়ে দলীয় প্রতীক দেয়নি আওয়ামী লীগ। এছাড়া দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের নিকটাত্মীয়দের নির্বাচনে প্রার্থী না হতেও দল থেকে নির্দেশনা দেয়া হয়।
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বলছে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই দল এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতা হলো দলের সিদ্ধান্ত সবাই মানেননি।
দলীয় সংসদ সদস্যদের নিকটাত্মীয়রা এখনো প্রার্থী রয়েছেন। কিছু জায়গায় এমপি সমর্থিত প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসই দেখায়নি কেউ। যে কারণে এবার উপজেলা নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ঘটনা ঘটছে। এরমধ্যে মুন্সীগঞ্জের সদর উপজেলায় সবগুলো পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মুন্সীগঞ্জ সদরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনিছ উজ্জামান স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্যের আপন চাচা। তিনি অবশ্য স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং একাধিকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।
আনিছ উজ্জামান বলেন, এমপিদের আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না এটা জাতীয় নির্বাচনের পরপরই ঘোষণা দেয়া দরকার ছিল। দল যখন নির্দেশনা দিয়েছে তার আগেই অনেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, ‘আমি তিনবার নির্বাচন করছি। এবার চারবার। এখানে যারা নির্বাচন করার জন্য আগাইছিল, ভোটারদের কাছে গিয়া দেখছে পারব কি না। যদি পারে তাইলেতো নির্বাচন করে। তারা হয়তো ভাবছে পয়সা কড়ি খরচ কইরা লাভ কী, গণ্ডগোল কইরা লাভ কী, ঝগড়া কইরা লাভ কী? ভোটাররা ভোট দিব না আমারে। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করমু কেন, পাশতো করতে পারমু না এমনেইতো রেজাল্ট দেহা যায়। এরকমতো বোঝায়।’
ভোটারদের প্রতিক্রিয়া
এবার বেশিরভাগ উপজেলায় বিএনপির প্রার্থী না থাকায় মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের মধ্যেই। ভোটের মাঠের এ বাস্তবতায় স্থানীয় নির্বাচনের ভোটার উপস্থিতির ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ।
সরেজমিন দুটি উপজেলায় ভোটারদের সাথে কথা বলে এই আশঙ্কার কথা জানা গেছে।
মানিকগঞ্জে সিংগাইর উপজেলার একজন ভোটার বলছিলেন, ‘এতে মজা আছে নাকি, সবাই একদল আমরা। ব্যাকে আওয়ামী লীগের।’
সিংগাইর উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে। একই এলাকার আরেকজন আশঙ্কা করছিলেন ভোটার উপস্থিতি নিয়ে।
ভোটার বলেন, ‘যারা নাকি আসলেই বিএনপির তারা জাতীয় নির্বাচনে ভোট দিবার যায় নাই। এখন জাতীয় নির্বাচনে যায় নাই উপজেলায় আসবে কী কইরা।’
তবে একজন নারী ভোটারে ধারণা এবার ভোট সুষ্ঠু হবে।
অপর ভোটার বলেন, ‘আশা করতেছি সুস্থই হইব। দ্যাশে যেহেতু কোনো হাঙ্গা-মাঙ্গা নাই।’
মুন্সীগঞ্জের সদর উপজেলার একজন প্রবীণ ভোটার বলছিলেন, ‘ভোটাভুটি না হলে তো প্রতিযোগিতা হয় না। ভোটে নির্বাচিত হলেই ভালো হত।’
৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর ও সিংগাইর দুটি উপজেলায় ভোটগ্রহণ হবে। এ দুটি উপজেলাতেই বিএনপির তৃণমূল নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন। এরমধ্যে হরিরামপুরে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন বিএনপির স্থানীয় নেতা।
দলীয় সিদ্ধান্ত না মেনে নির্বাচন করায় মানিকগঞ্জের দুই উপজেলায় চারজনকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির বহিস্কৃত নেতা এবং সিংগাইর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী তোফাজ্জল হোসেন তোফাজ বলছিলেন কেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি।
তিনি বলেন,‘বিএনপির নেতাকর্মী, ভোটার সবাই কারো না কারো পক্ষ নিছে। আওয়ামী লীগের প্রার্থীর ভোট চাচ্ছে। সেখানে কেন বিএনপি তদন্ত করে না। নির্বাচন করছি আঞ্চলিকতার কারণে, নির্বাচন করতেছি জনগণের ভোটের চাহিদার কারণে, নির্বাচন করতেছি আওয়ামী লীগের ভালো প্রার্থী নাই সে কারণে।’
বিএনপির অবস্থান
প্রথম ধাপে উপজেলা নির্বাচনে অংশ নেয়া অন্তত ৭৩ জনকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির মধ্যে অস্বস্তি আছে তবে কেন্দ্রীয় নেতারা বলছেন এ সংখ্যা নগণ্য এবং তৃণমূলের কোনো সমর্থনও পাবে না বহিষ্কৃতরা।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তৃণমূলের কর্মীরা এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না।
তিনি বলেন, ‘আমরা আমাদের স্থানীয় পর্যায়ে একমাসের অধিক সময় জরিপ করছি, কথা বলতেছি। সামগ্রিক বিষয় বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। তৃণমূলের কর্মীরা, আমাদের সমর্থকরা আমাদের চেয়ে অ্যাডভান্স চিন্তায় ভাবনায়। আমরা যতবার ভাবি ওরা এতবার ভাবে না। এক কথায় নাকচ করে দেয়। আমরা এই পালসটা যদি উপলব্ধি করতে না পারতাম তাহলেতো এই সিদ্ধান্ত নিতে পারতাম না।’
বিএনপি কেন স্থানীয় নির্বাচন বয়কট করছে তার যুক্তি তুলে ধরে রায় বলেন, ‘অনেকেইতো মেয়র হইছে সেটাতো আমাদের সমর্থনেই হয়েছে। আমরা তখন নির্বাচনে গেলাম। গাজীপুরের মেয়র বিপুল ভোটে জয়লাভ করছিল। মান্নান সাহেব। তিনি কি একদিনও চেয়ারে বসতে পারছেন। রাজশাহীর মেয়রের কথা ভাবেন বুলবুল। তাকে কি চেয়ারে বসতে দিছে। পাঁচ বছরে সে মাত্র আড়াই মাস চেয়ারে বসতে পারছে।’
তিনি আরো বলেন, ‘যারা ইতোপূর্বে নির্বাচন করেছেন, চেয়ারম্যান ছিলেন তারা কিন্তু কেউ আগ্রহী না। এমনকি দল চাইলেও তারা যেতো না। হয় সরকারের সাথে চলতে হবে নয় সাসপেন্ড হবে, মামলা হবে এটা হবে সেটা হবে। আর স্থানীয় সরকারের যে কাঠামোটা সেটা যদি সরকার সমর্থক না হয় তাহলে সে কাজ করতে পারে না।’
আওয়ামী লীগের অবস্থান
উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনদের দূরের রাখার যে চেষ্টা করেছে আওয়ামী লীগ সেটিও অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। কয়েকটি উপজেলায় মন্ত্রী-এমপিদের স্বজন এবং তাদের প্রভাব নিয়ে আছে আলোচনা-সমালোচনা।
জাতীয় নির্বাচনের পর স্থানীয় নির্বাচনে কৌশল হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রতীক দেয়নি। দলীয় সিদ্ধান্তের অবাধ্য হয়ে বেশকটি উপজেলায় এমপি-মন্ত্রীদের স্বজনরা প্রার্থী হওয়ার ব্যাপারটি নিয়ে অস্বস্তি আছে আওয়ামী লীগেও।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন বলেন, যারা মানছে না তাদের সংখ্যা খুব বেশি না।
তিনি বলেন, ‘যারা দলের সিদ্ধান্ত মানে না তাদেরকে ওয়ার্নিং করা উচিৎ। যদি না হয় তাহলে কিন্তু অলওয়েজ দলের সিদ্ধান্ত না মানার একটা প্রবণতা বাড়বে। এবং যারা দলীয় সিদ্ধান্ত মানতেছে না নিশ্চই প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে একটা শৃঙ্খলা বিরোধী স্টেপ নেবে। কারণ দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার কোনো স্কোপ নেই।’
এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দলীয় অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু আমরা করি, সে কারণে আমাদেরতো পরিবারের অনেকে দীর্ঘদিন ধরে একেকটা জায়গায়। তারা যিনি এমপি হয়েছেন তার বহু আগেই নির্বাচন করে কেউ ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, কেউ উপজেলা চেয়ারম্যান সেরকমতো ট্রেডিশনালি আছে। তাদেরকে আমরা মানা করি কী করে?’
তিনি আরো বলেন, ‘তবে হ্যাঁ, এটা ঠিক যে এক জায়গায় বউকে দিল, একজায়গায় ছেলেকে দিল এগুললো আসলে ঠিক না। কর্মীদেরও আসলে মূল্যায়ন করা উচিৎ। আমি সেটাই বলতে চেয়েছি আমাদের নেতাকর্মীদের যে কর্মীদেরকেও মূল্যায়ন করা উচিৎ এবং সবকিছু নিজেরাই নিয়ে নেবো আর নেতাকর্মীদের জন্য কিছু রাখব না এটাতো হয় না।’
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা