২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই সিটি নির্বাচনের ভোট বন্ধ : ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো: আলমগীর - ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) মো: আলমগীর বলেছেন, ময়মনসিংহ, কুমিল্লা সিটির সাথে ৯ মার্চ পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের নির্বাচনও আছে। সিটি করপোরেশন নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনের জন্য র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি ভালো আছে। তবে নিয়ন্ত্রণের বাইরে গেলে ভোট বন্ধ করে দেয়া হবে।

বুধবার (৬ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। যেসব জায়গা থেকে চাহিদা এসেছে, সেখানে বেশি ফোর্স দিয়েছি। অতিরিক্ত ম্যাজিস্ট্রেটও দেয়া হয়েছে। আমাদের প্রস্তুতি সবদিক থেকেই ভালো।’

তিনি বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পে রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। এ জন্য নিয়মিত কর্মকর্তাদের দিয়েই বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সহায়তায় রক্ষণাবেক্ষণ করে থাকি। আমাদের আর্থিক ও জনবলের সীমাবদ্ধতা আছে। এ জন্য অনেক ইভিএমই কাজ করছে না। অচল হয়ে যাচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা করে যেগুলো সচল পাওয়া যাচ্ছে, সেগুলোই পাঠানো হচ্ছে। কাজ না করার শঙ্কা থেকে অলটারনেটিভ ইভিএম দেয়া হচ্ছে।’


সিটি নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না জানতে চাইলে এ নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের ক্ষেত্রে উত্তেজনা থাকেই। সব প্রার্থীই চায় নির্বাচনে জিততে। তবে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নাই। তারপরও সতর্কতা হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে তারা যে অতিরিক্ত ফোর্স চেয়েছে সেভাবে দিয়েছি।’

তিনি বলেন, ‘কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নির্বাচন বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। তারা বন্ধ না করলে আমরা (কমিশন) বন্ধ করে দেব।’


আরো সংবাদ



premium cement

সকল