দেশে মোট ভোটার ১২ কোটি সাড়ে ১৮ লাখ
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ মার্চ ২০২৪, ২১:১২
হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর নির্বাচন কমিশন জানিয়েছে, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৩২ জন।
শনিবার (২ মার্চ) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটার দিবসে ইসির জনসংযোগ পরিচালক মো: শরিফুল আলম এ তথ্য জানান। এবারের দিবসের প্রতিপাদ্য হল ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব’।
প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদ শেষে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ভোটার তালিকা হালনাগাদে ২.২৬ শতাংশ ভোটার বেড়েছে। গত বছর ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।
এর আগে গত ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তখন হালনাগাদে যুক্ত হয়েছিল ২০ লাখ ৮৬ হাজার ভোটার। ওই তালিকার পর দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ মার্চ ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হলো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা