দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং : শাহরিয়ার আলম
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩২
সরকারি দলের সদস্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা চ্যালেঞ্জিং ছিল।
রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বলেন,‘বর্তমান সংসদ নির্বাচন অতীতের যেকোনো সময়ের তুলনায় খুবই অন্তর্ভুক্তিমূলক এবং চ্যালেঞ্জিং ছিল।’
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন। জাতীয় সংসদের সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সমর্থন করেন।
নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৩ শতাংশের বেশি এবং বিশেষ করে রাজশাহী অঞ্চলে তা ৫১ শতাংশের কম ছিল না বলে জানান শাহরিয়ার আলম।
এছাড়া আলোচনায় অংশ নেন সরকারি দলের সংসদ সদস্য সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মইন উদ্দিন, আবুল কালাম আজাদ, মোস্তাক আহমেদ রুহী ও মাইনুল হোসান খান নিখিল।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা