নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৪, ২১:১২
নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, শুক্রবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) জানায়, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের (৮০) মৃত্যু হওয়ায় এ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।
২৯ ডিসেম্বর ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আমিনুল হকের। তার মৃত্যুতে এ আসনের ভোট স্থগিত করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
আমিনুল হক ২০০৬ সালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। এছাড়া তিনি ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার এক ছেলে রয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা