নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংশ : সিইসি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৪, ১৫:১৬, আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ১৫:২০
৭ জানুয়ারি নির্বাচনে সারা দেশে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ভোটগ্রহণের পর থেকেই নির্বাচনে ভোটের হার নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। ভোটের দিন দুপুর তিনটা পর্যন্ত ২৭ থেকে ২৮ শতাংশ ভোট পড়লেও বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নির্বাচন কমিশনার ধারণা প্রকাশ করেন যে- ৪০ শতাংশের মতো ভোট পড়েছে।
রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভোট প্রদানের হার জানিয়েছেন কাজী হাবিবুল আউয়াল। সব গণনা ও হিসেব শেষে নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি।
তবে এই পরিসংখ্যান নিয়ে কারো সন্দেহ বা দ্বিধা থাকলে ‘চ্যালেঞ্জ’ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ‘যদি মনে করেন এটাকে বাড়িয়ে দেয়া হয়েছে, তাহলে সেটাকে চ্যালেঞ্জ করে আমাদের অসততা- যদি মনে করেন- সেটা পরীক্ষা করে দেখতে পারেন।’
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা