নির্বাচন নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৪, ১৩:১৫
নির্বাচনের মাধ্যমে ‘জনগণের সম্মতির ভিত্তিতে’ সরকার গঠিত হওয়ার কথা থাকলেও এবারের নির্বাচনে সেরকম হয়নি বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার।
নির্বাচনকে ঘিরে বিবিসি বাংলার সাথে এক আলোচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলছিলেন, ‘নির্বাচনের মাধ্যমে যে সমস্যাগুলোর সমাধান হওয়ার কথা- জনগণের সম্মতির ভিত্তিতে একটা সরকার গঠিত হবে এবং তারা জনগণের কল্যাণে পরবর্তী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনা করবে- সেই সুযোগটা সৃষ্টি হলো না।’
তিনি আরো বলেন, ‘আবারো একটা বিতর্কিত নির্বাচন হলো, আবারো বহু ব্যক্তি তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হলো।’
নির্বাচন কমিশন যদিও বলছে যে- ৪০ শতাংশ ভোট পড়েছে, এই দাবি নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি।
তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্র থেকে যা শুনেছি, গণমাধ্যমের প্রতিবেদনে যা দেখেছি- তাতে ২৮ শতাংশ ভোটও মনে হয় না মাঠের বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ।’
তার মতে, নির্বাচন কমিশন তাদের কিছু কাজের জন্য নিজেদের ‘বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ’ করেছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা