২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকা-১৮ আসনে তৃতীয় শেরীফা কাদের

- ছবি - ইন্টারনেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্রী প্রার্থী মো: খসরু চৌধুরী (কেটলি প্রতীক)। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। নির্বাচনে খসরু চৌধুরী ৭৯ হাজার ৮৫টি ভোট পেয়েছেন।

এই আসনে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেরীফা কাদের। ছয় হাজার ৪২৯টি ভোট পেয়ে তিনি তৃতীয় হয়েছেন।

শেরীফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য।

ঢাকা-১৮ আসনের মোট ভোটার পাঁচ লাখ ৮৮ হাজার ৬০৮ জন। ২১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম হয়। এতে ভোট পড়েছে এক লাখ ৩৫ হাজার ৮৩৩টি। ভোটের হার ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

এই আসনে খসরু চৌধুরী ও শেরীফা কাদের ছাড়া আরো আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র আরেক প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম তোফাজ্জল হোসেন। নির্বাচনে ট্রাক প্রতীকে ৪৪ হাজার ৯০৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন তিনি।

এবার নির্বাচনে জাতীয় পার্টি তাদের ২৬৩ জন প্রার্থীর মধ্যে শেরীফা কাদেরসহ নয়জন নারীকে মনোনয়ন দিয়েছিল। তবে জাপার নারী প্রার্থীদের মধ্যে একমাত্র শেরীফা কাদেরই আওয়ামী লীগের সাথে সমঝোতায় ঢাকায় আসন পেয়েছিলেন। স্বামীর কারণে পারিবারিক সূত্রেই রাজনীতিতে নাম লেখান শেরীফা কাদের।


আরো সংবাদ



premium cement