২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈগল-কেটলি-ট্রাক-কাঁচিতে ডুবল ১৪ দলের নৌকা

ঈগল-কেটলি-ট্রাক-কাঁচিতে ডুবল ১৪ দলের নৌকা - ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলের প্রার্থীদের ছয়টি আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ৷ এসব আসনে নৌকা প্রতীক নিয়েই লড়াই করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা৷ তারপরও ভরাডুবি ঘটেছে তাদের৷

কোনো আসনে ঈগল, কোনো আসনে ট্রাক, কেটলি বা কাঁচি প্রতীক নিয়ে লড়াই করা প্রার্থীদের কাছে হেরে গেছেন তারা৷

কুষ্টিয়া-২ আসনে নৌকা প্রতীক নিয়েও হেরে গেছেন ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু৷ নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন তিনি৷ স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন এ আসন থেকে জয়ী হয়েছেন ট্রাক প্রতীক নিয়ে৷ ইনুকে চ্যালেঞ্জ করেই মূলত মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন৷

লক্ষীপুর-৪ আসনে জাসদের আরেক নেতা মোশারফ হোসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে হেরেছেন৷ তিনি পরাজিত হয়েছেন ঈগল প্রতীক নিয়ে লড়াই করা স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহর কাছে৷ আব্দুল্লাহ লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি৷ ২০১৪ সালে এই আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি৷

জাসদের আরেক প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন অবশ্য নৌকা নিয়ে জয়ী হয়েছেন৷ কিন্তু ঈগল প্রতীক নিয়ে লড়াই করা স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লার সঙ্গে তার ভোটের ব্যবধান ছিল মাত্র দুই হাজারের কিছু বেশি৷

নৌকা নিয়ে নির্বাচন করা জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হেরে গেছেন পিরোজপুর-২ আসনে৷ ঈগল প্রতীক নিয়ে লড়াই করে জেতা মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক৷ পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসকও ছিলেন তিনি৷ একসময় তিনি আনোয়ার হোসেন মঞ্জুর এপিএস ছিলেন৷

রাজশাহী-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা হেরে গিয়েছেন আরেক বাদশার কাছে৷ কাঁচি প্রতীক নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। শফিকুর রহমান বাদশা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি৷

নৌকা নিয়ে লড়াই করা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অবশ্য বড় জয় আদায় করে নিয়েছেন বরিশাল ২ আসনে৷ ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হকের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতা হয়েছে৷
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নারীর নিহত জামায়াতের সাথে ইইউ অন্তর্ভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের বৈঠক মনিরামপুরে শ্রমিক দলের সভাপতির উপর হামলা ‘যৌক্তিক সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি’ দেশব্যাপী দীর্ঘস্থায়ী শ্বাসজনিত রোগে ভুগছে ৬৫ লাখ মানুষ গ্রেড-১ এ পদোন্নতি পেলেন প্রাণিসম্পদ অধিদফতরের ডিজি ডা. রেয়াজুল হক ‘বড় কোনো পরিকল্পনা না থাকলে এক দিনে এতগুলো ঘটনা ঘটতো না’ জুলুমের দায়ে মতিউর রহমান ও মাহফুজ আনামকে পদত্যাগ করতে হবে : হেফাজত আমির স্বর্ণের দাম ভরিতে ১,৮৯০ টাকা কমেছে খালেদা জিয়ার সাথে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা

সকল