আলোচিত প্রার্থীদের জয়-পরাজয়
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:০২, আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:২৮
এবারের জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থীর দিকে বিশেষ মনোযোগ ছিল। তাদের মধ্যে কয়েকজন হেরে গেছেন। আবার কয়েকজন অপ্রত্যাশিতভাবে জয়ী হয়েছেন। হেরে যাওয়া হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিতদের মধ্যে রয়েছেন ফজলে হোসেন বাদশা, হাসানুল হক ইনু, শমসের মোবিন চোধুরী, খন্দকার তৈমুর আলম, শেরিফা কাদের, শামীম হায়দার পাটোয়ারী, শিল্পী মমতাজ বেগম, বঙ্গবীর কাদের সিদ্দীকী, আনোয়ার হোসেন মঞ্জু, মশিউর রহমান রাঙ্গা, শওকত মাহমুদ।
ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ জয়ী হয়েছেন। আরেক আলোচিত স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী জয়ী হয়েছেন। নিক্সন চৌধুরীর কাছে হেরেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। এ নিয়ে নিক্সন চৌধুরীর কাছে তৃতীয়বারের মতো হেরেছেন কাজী জাফর উল্যাহ।
আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান নির্বাচিত হয়েছেন।
এছাড়া নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, চট্টগ্রাম-৭ আসনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন।
একইভাবে, রংপুর-৬ আসনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, নরসিংদী-৪ আসনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, চাঁদপুর-৩ আসনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বরিশাল-৫ আসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং নড়াইল-২ আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মুর্তজা জয় পেয়েছেন।
এছাড়া ফরিদপুর-৩ এবং ফরিদপুর–৪ আসনে নৌকার প্রার্থীদের পরাজিত করে বিজয়ী হয়েছেন দুই স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ এবং মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। এর মধ্যে নিক্সন চৌধুরীর কাছে হেরেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।
অন্যদিকে, কুষ্টিয়া-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও ১৪ দলীয় জোটের প্রার্থী হাসানুল হক ইনু নৌকা প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছেন। সেখানে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।
টাঙ্গাইল-৮ আসনে পরাজয় বরণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। ঐ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়।
মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম পরাজিত হয়েছেন। সেখানে জয় পেয়েছেন স্বতস্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু।
আর যশোর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামের কাছে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা