রংপুর সিটিতে ভোট পড়েছে ৬৫.৮৮ শতাংশ
বাতিল হয়েছে ১ হাজার ৩৬টি ভোট- নিজস্ব প্রতিবেদক
- ২৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৩, আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২, ১৮:৫৯
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট পড়েছে ৬৫ দশমিক ৮৮ শতাংশ। বাতিল হয়েছে ১ হাজার ৩৬টি ভোট। মোট ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৮০ হাজার ৯৭২ জন। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬টি।
রসিকের রিটার্নিং কর্মকর্তা মো: আবদুল বাতেন স্বাক্ষরিত বেসরকারি ফলাফলের বার্তা শিট থেকে এই তথ্য জানা গেছে।
কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আয়োজিত স্থানীয় সরকারের সিটি করপোরেশন ভোটে সর্বোচ্চ ভোট পড়েছে এখানে। গত ফেব্রুয়ারিতে দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণ করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।
এদিকে, গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন ভোট হয়। সেখানে ভোট পড়েছিল ৫৮ দশমিক ৭৪ শতাংশ। তবে রংপুর সিটির ভোটে কাস্টের পরিমাণ বেড়েছে আরো ৮ শতাংশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা