২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিএনপি এমপিদের আসনে উপনির্বাচন ১ ফেব্রুয়ারি

- ছবি - ইন্টারনেট

জাতীয় সংসদ থেকে বিএনপি এমপিদের পদত্যাগ করা আসনগুলোতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকি কমিশনাররাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর জানান, আগামী ১ ফেব্রুয়ারি ওই ৫ আসনের ভোট গ্রহণ করা হবে। ৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।

তিনি জানান, সব আসনের সব কেন্দ্রেই ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সিসিটিভি থাকবে কি-না পরে সিদ্ধান্ত নেয়া হবে।

যে ৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো একাদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২।

গত ১০ ডিসেম্বর বিকেলে রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় এমপিরা পদত্যাগের ঘোষণা দেন। ১১ ডিসেম্বর জাতীয় সংসদ সচিবালয়ে বিএনপির এমপিরা জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এসময় সশরীরে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মোঃ আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মোঃ মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভূঞা অসুস্থ থাকায় তাদের পক্ষে পদত্যাগপত্র নিয়ে এসেছিলেন বাকি এমপিরা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় মেইলে পদত্যাগপত্র পাঠান। তার পদত্যাগপত্র গ্রহণ হয়নি।

এছাড়া রুমিন সংরক্ষিত আসনের এমপি হওয়ায় সেখানে উপনির্বাচনের পর নতুন সদস্য মনোনীত করা হবে।


আরো সংবাদ



premium cement