২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন দুবারের মেয়র সাক্কু

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন দুবারের মেয়র সাক্কু - ছবি : সংগৃহীত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে বুধবার সকালে নগরীর হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন সদ্য সাবেক মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু।

ভোট দেয়া শেষে সাক্কু বলেন, আবহাওয়াটা ভালো হলে আমার জন্য একটু ভালো হতো। ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, মাত্র তো ১ ঘণ্টা গেল। হোক না আরো, তারপর বলা যাবে।

শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন কিনা সাংবাদিকরা জানতে চাইলে সাক্কু বলেন, জয়-পরাজয় যেটাই হোক একটা রেজাল্ট নিয়ে যাব ইনশাল্লাহ।

এদিকে ভোট শুরুর ঘণ্টাখানেকের মধ্যে বৃষ্টিবাধায় পড়েছেন ভোটাররা। সকালের এক পশলা বৃষ্টিতে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়ানো বা কেন্দ্রের আশপাশে অবস্থান নেয়া ভোটারদের ছত্রভঙ্গ হতে দেখা গেছে।


আরো সংবাদ



premium cement