আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে : সিইসি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ মার্চ ২০২২, ১৮:৫৯
আগামী নির্বাচন যেন অধিক অংশগ্রহণমূলক ও প্রকৃত অংশীদারিত্বমূলক হয় সে লক্ষ্যে কমিশন সবার মতামত নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, ‘আমরা অধিক অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন চাই। এজন্য শিক্ষাবিদদের মতামত নিয়ে আরো ঋদ্ধ হবো।’
রোববার (১৩ মার্চ) বিকেলে নির্বাচন ভবনের সভাকক্ষে শিক্ষাবিদদের সাথে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব বলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইতোমধ্যে আমাদের সংলাপের উদ্দেশ্যে ব্যক্ত করা হয়েছে। এই কমিশন নবগঠিত কমিশন। কমিশনের কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও লোকাল গর্ভমেন্ট নির্বাচন সম্পন্ন করা।’
তিনি বলেন, সংলাপের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত ওঠে আসবে। সেজন্য আমাদের পক্ষ থেকে কী কী করণীয় হতে পারে, আপনাদের (শিক্ষাবিদ) মতামত নিয়ে আমরা অনেক কিছু আহরণ করতে পারবো, আরো ঋদ্ধ হবো।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা