২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নির্বাচনে অনিয়ম মেনে নেবে না কমিশন : শাহাদাত হোসেন

শাহাদত হোসেন চৌধুরী - ছবি - সংগৃহীত

অন্যান্য নির্বাচনের চেয়ে টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। এখনও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রত্যেক প্রার্থী যার যার মতো প্রচার-প্রচারণা চালাচ্ছেন। কারো কোনো অভিযোগ নেই। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে আমি বলতে পারি, এ উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী এ মন্তব্য করেন।

জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাহিদুল নবী চৌধুরী, সহকারী রিটার্নিং অফিসার এইচ এম কামরুল হাসান প্রমুখ।

ভোট কারচুপির বিষয়ে শাহাদত হোসেন চৌধুরী বলেন, ভোট কেন্দ্রের বুথে ডুকে যাতে একজনের ভোট আরেকজনে দিতে না পারে, এ বিষয়ে প্রিজাইডিং অফিসারদের শক্তভাবে নির্দেশনা দিতে হবে। কোনো কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণ না থাকলে ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে হবে। এটি না করা হলে কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটু পিছ পা হবে না। আর এ রকম অনেক কেন্দ্রে অনিয়ম হলে পুরো নির্বাচন বন্ধ বন্ধ করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেন তিনি।

অনিয়ম বা ভোট কারচুপির সঙ্গে কোনো প্রার্থীর এজেন্ট জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তার প্রার্থিতা বাজেয়াপ্তসহ প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে শাহাদত হোসেন চৌধুরী বলেন, নির্বাচনে অনিয়ম ও কোনো ধরনের শিথিলতা বাংলাদেশ নির্বাচন কমিশন মেনে নেবে না।

শাহাদত হোসেন চৌধুরী আরো বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের এজেন্টদের হয়রানি করা হয়। এ ধরনের কর্মকাণ্ড করে যাতে নির্বাচনি আমেজ নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে। ভোটাররা যাতে অনুভব করতে পারে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোটগ্রহণের পর যাতে প্রত্যেকটি ভোটার নিরাপদে বাড়ি ফিরতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমন নির্দেশনা দিয়ে শাহাদত হোসেন চৌধুরী বলেন, শুধু ভোটের দিন নয়, ভোটের পরও যাতে কোনো সহিংসতা না হয়; সে দিকে খেয়াল রাখতে হবে।

সরকারি প্রজ্ঞাপনের বিষয়ে শাহাদত হোসেন চৌধুরী বলেন, করোনা প্রতিরোধে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটি মেনেই নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। প্রত্যেকটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়ানোসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রাখা হবে। স্বাস্থ্যবিধির বিষয়েও টাঙ্গাইলবাসী অত্যন্ত সচেতন রয়েছে। নির্বাচনে করোনার কোনো নেতিবাচক আবহ হবে বলে তিনি মনে করেন না।

প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারি টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় সংসদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।


আরো সংবাদ



premium cement