২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সহিংসতার মধ্য দিয়ে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে, নিহত ২

সহিংসতার মধ্য দিয়ে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে - নিহত ২
- ছবি - নয়া দিগন্ত

উত্তেজনা ও সহিংসতার মধ্য দিয়ে বৃহস্পতিবার সারা দেশে দ্বিতীয় ধাপে ৮৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নরসিংদীতে কেন্দ্র দখল নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়িতে ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এ নিয়ে নরসিংদীতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় সাতজনের মৃত্যু হলো।

নিহত ব্যক্তি হলেন বাঁশগাড়ির বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মোঃ সালাউদ্দিন মিয়া (৩০)। তিনি এই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, আজ সকাল ৮টা থেকে বাঁশগাড়ি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আশরাফুল হক। অন্যদিকে, আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনের মাঠে আছেন জাকির হোসেন। ভোটগ্রহণ শুরুর আগে সংঘর্ষে সালাউদ্দিনের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের ভাষ্য, সালাউদ্দিন গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। নির্বাচনে ভোট দেয়ার জন্য গতকাল বুধবার রাতে তিনি বাড়ি ফেরেন। ভোট দেয়ার আগেই লাশ হলেন তিনি। আশরাফুল হকের লোকজন বাড়িতে এসে সালাউদ্দিনকে গুলি করে হত্যা করেছে বলে তাদের অভিযোগ।

ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে তিনি অসুস্থ হয়ে মারা যান। পরবর্তীতে ওই কেন্দ্রে আজমত আলী নামে একজনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।

জয়নাল আবেদিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পান।

ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান,গতকাল রাত সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদীন তার শরীরিক অসুস্থতার কথা জানান। এ সময় তার শ্বাসকষ্ট দেখা দেয়। একটু পরেই ভোট কেন্দ্রের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় চিকিৎসক এসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কুর্শা ইউনিয়ন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মৃত্যু হয়েছে।

স্থানীয়দের ধারণা, নির্বাচনকে কেন্দ্র করে চাপ সহ্য করতে না পেরে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে এ ইউনিয়নে গত কয়েক দিন ধরে ইউনিয়নে আওয়ামী লীগ, জাসদ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে উত্তেজনা চলে আসছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে এবং ভেড়ামারা উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।

অন্যের ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দিলেন আনসার সদস্য!

রংপুরের পীরগঞ্জের একটি কেন্দ্রে ভোটারদের ব্যালট পেপার কেড়ে নিয়ে ভোট দেয়ার অভিযোগ উঠেছে আনসার সদস্যদের বিরুদ্ধে। উপজেলার টুকুরিয়া ইউনিয়নের আটিয়াবাড়ী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ও নারী বুথের দু'জন আনসার সদস্য ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে নিজেরাই সিল মারছেন। এই দৃশ্য ধরা পড়ে নয়া দিগন্তের চোখে। পরে জিজ্ঞাসা করা হলে ওই আনসার সদস্য অন্যের ভোট দেয়ার বিষয়টি স্বীকার করেন। পরে ওই ভোটারকে বয়স্ক বলে অজুহাত দেখান।

একই অবস্থা দেখা গেছে একই কেন্দ্রের নারী বুথেও। একজন নারী আনসার সদস্য ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে ভোট দিচ্ছেন। পরে বিষয়টি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নজরে এলে অভিযুক্ত নারী আনসার সদস্য শাহনাজকে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। তবে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার বিষয়টি তার নলেজে নেই বলে জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহীন জানান, অন্যের ব্যালট পেপার নিয়ে ভোট দেয়ার অভিযোগে ওই কেন্দ্রের নারী আনসার সদস্য শাহনাজকে প্রত্যাহার করা হয়েছে। পুরুষ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, কেন্দ্রটিতে ৭০৪টি ভোট রয়েছে সকাল সোয়া ১০টা পর্যন্ত কেন্দ্রটিতে ২০৪টি ভোট পড়েছে। তবে আনসার সদস্যদের বিরুদ্ধে অন্যের ব্যালট পেপার নিয়ে ভোট দেয়ার বিষয়টি তার নলেজে নেই বলেও জানান তিনি।

রংপুরের টুকুরিয়ায় ধীর গতিতে ভোট গ্রহণের অভিযোগ

রংপুর বিভাগের আট জেলার ১১ উপজেলার ৮৪ ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নের বেশ কয়েকটি সেন্টারের ধীর গতিতে ভোট চলার অভিযোগ করেছেন ভোটাররা।

পীরগঞ্জের ৬ নম্বর টুকুরিয়া ইউনিয়ন পরিষদের গন্ধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ৯টায় ভোটাররা জানিয়েছেন, সেখানে ধীরগতিতে চলছে ভোট গ্রহণ। তপ্ত রোদে বয়স্ক মানুষরা এ কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। 

এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানান, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি বুথে ২৪৭ টি ভোট পড়েছে। মোট ভোটার সংখ্যা এক হাজার ৮০৪ জন।

তার আশা, ৭৫ ভাগ ভোট কাস্টিংয়ের। 

কেন্দ্রটি পরিদর্শন করে টুকুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শাহীন জানিয়েছেন, এই সময় পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। পরবর্তী সময়ে ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি তার আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুরো ভোটিং কার্যক্রম শুরু হওয়া নিয়ে শঙ্কা আছে তার।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, রংপুর বিভাগের ৮৪টি ইউনিয়নের মধ্যে রংপুরের পীরগঞ্জের মদনখালি, গাইবান্ধার সদরের লক্ষিপুর, দিনাজপুরের বোচাগঞ্জের আটগাও ইউনিয়নে ইভিএম এবং বাকি ৮১টিতে ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই দফায় ৪২৭ জন চেয়ারম্যান, এক হাজার ১৮১ জন সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য পদে তিন হাজার ১৮০ জন
প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৭ লাখ তিন হাজার ১৪৯ ভোটার রয়েছেন এবার।

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

কক্সবাজারের সদর উপজেলার খুরুশখুল ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে আক্তারুজ্জামান পুতু (৪৫)। নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের তেতুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মেম্বার প্রার্থী শেখ কামালের চাচাতো ভাই। একই সময় আরো চারজন গুলিবিদ্ধ। তবে নির্বাচনী সহিংসতায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার নুরুল হুদা।

নিহতের বিষয় নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আরএমও ডা: শাহিন মোহাম্মদ আব্দুর রহমান চৌধুরী।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা সুন্দরবনে কার্গোর ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১ আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ করল ভারত

সকল