২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৃষ্টিতে ছাতা মাথায় ভোটারের উপস্থিতি, একতরফা এজেন্ট

- ছবি - সংগৃহীত

স্থগিত থাকা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ১৬০টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বিভিন্ন ইউপির ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে। তবে কেন্দ্রের বুথে সরকারি দলের প্রার্থীর এজেন্টই পাওয়া গেছে। অন্যদিকে মেম্বার প্রার্থীদের মধ্যে কোথাও কোথাও হালকা উত্তেজনা দেখা গেছে। আগের রাতে বিভিন্ন স্থানে হামলাও হয়েছে।

সরেজমিনে দেখা দেখা গেছে, বৃষ্টির মধ্যে ভোগান্তি নিয়েই ভোটারা ছুটছেন ভোট দিতে। কলারোয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে বৃষ্টিকে উপেক্ষা করে শত শত নারী পুরুষ ভোটকেন্দ্রে যাচ্ছেন।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ভারতের সীমান্ত ঘেষা সোনাবাড়িয়া ইউপি ভোটকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে চরম উত্তেজনা চলছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এই ইউপির সোনা বাড়ি উত্তর, সোনাবাড়িয়া দক্ষিণ, রাজাপুর ও মাদুরা কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। ব্যালট পেপারের মাধ্যমে এই ইউপিতে ভোট হচ্ছে । পুরুষ ভোটারদের চাইতে নারী ভোটারদের সংখ্যাই বেশি।

মাদুরা কেন্দ্রে ভোট দিতে আসা সখিনা বেগম উপস্থিত সাংবাদিকদের জানান, নিজের প্রার্থীকে ভোট দেয়ার জন্য বৃষ্টির ভিতর ছাতা নিয়ে এসেছি। আমরা নিজের ইচ্ছায় ভোট দিচ্ছি।

কলারোয়ার নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, কলারোয়া উপজেলায় মোট ১০টি উপজেলায় ভোটগ্রহণ হচ্ছে আজ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সার্বিকভাবে কাজ করছি। আমাদের প্রশাসন কঠোর অবস্থানে আছে মাঠে।

সোনাবাড়িয়া উত্তর কেন্দ্রে ভোট দিতে আসা মোঃ রফিকুল ইসলাম বলেন, মূলত আওয়ামী লীগ আর স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। আগের রাতের বৃষ্টির মধ্যেও সোনাদিয়া দুই পক্ষের মধ্যে মারামারি হওয়ায় এলাকা কিছুটা উত্তেজনা বিরাজ করছে। স্বতন্ত্রপ্রার্থীর এজেন্ট ও ভোটারদের কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না।


আরো সংবাদ



premium cement
মার্কিন দূতাবাসের উদ্দেশে খালেদা জিয়া আইনজীবী সাইফুল হত্যা : আটক ৩০, দুই মামলার প্রস্তুতি সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা

সকল