নির্বাচন কমিশন গঠনে ‘সার্চ কমিটি’র পক্ষেই আওয়ামী লীগ
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭
আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। এরই মধ্যে নতুন কমিশন গঠনের বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে প্রস্তাবনাসহ রাষ্ট্রপতিকে চিঠি দেয়ার কথা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, ‘যদি আগের পদ্ধতি অনুসরণ করে নির্বাচন কমিশন গঠন করা হয়, আমাদের কাছে তা গ্রহণযোগ্য হবে না। আমরা চিন্তা করছি, সময়মতো রাষ্ট্রপতিকে আমাদের প্রস্তাব দেব।’
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলছেন, বর্তমান নির্বাচন কমিশন সব দলের সাথে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হয়েছে। এটিই স্বচ্ছ প্রক্রিয়া। ভবিষ্যতেও এ স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করেই নির্বাচন কমিশন গঠন করা হবে।
২০১৭ সালে গঠন হয় বর্তমান নির্বাচন কমিশন। ওই সময় আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলের সঙ্গে আলোচনা করেন রাষ্ট্রপতি। সবার প্রস্তাবনার ভিত্তিতে সার্চ কমিটির মাধ্যমে বাছাই করে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এ কমিশনের মেয়াদ। তার আগেই প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশারদের নাম চূড়ান্ত করতে হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আমাদের বর্তমান নির্বাচন কমিশন অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় গঠন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি সার্চ কমিটি গঠন করে। সেই সার্চ কমিটির মাধ্যমে সব রাজনৈতিক দলের প্রস্তাবিত নামগুলো থেকে বাছাই করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এটিই সবচেয়ে স্বচ্ছ প্রক্রিয়া। এই কমিশনের মেয়াদ শেষ হলে ভবিষ্যতেও স্বচ্ছ প্রক্রিয়াই নির্বাচন কমিশন গঠন হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা