২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘সুষ্ঠু ভোট হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত’

‘সুষ্ঠু ভোট হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত’ - নয়া দিগন্ত

ঢাকা-১০ আসনে উপনির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দানের জন্য আহবান জানিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রবিউল আলম রবি। একই সঙ্গে সুষ্ঠু ভোট হলে, জনগণ স্বাচ্ছন্দে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার বাংলামোটরের নিজ কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন রবিউল আলম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিউল আলম বলেন, আমি নির্বাচনী গণসংযোগে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। নির্বাচন ব্যবস্থাপণার কারণে জনগণের ভোটের প্রতি অনাস্থা তৈরি হয়েছে। আমি দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দানের বিষয়ে উৎসাহিত করেছি। তারা সুষ্ঠু ভোটের বিষয়ে গুরুত্বারোপ করেছে। সুষ্ঠু পরিবেশ পেলে তারা কেন্দ্রে গিয়ে ভোট দেবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। যে কারনে আমি বিশ্বাস করি জনগণ সুষ্ঠু ভোটের পরিবেশ পেলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

তিনি বলেন, জনগণ অধীর আগ্রহে ভোটের দিনের জন্য অপেক্ষা করছে। তারা ধানের শীষে ভোট দিয়ে এ সরকারের দু:শাসনের জবাব দেবে। এ সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তারা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত জানাতে চায়। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে না খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসবে।

নির্বাচনের দিন যাতে পরিবেশ স্বাভাবিক থাকে নির্বাচন কমিশনকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে এমন মন্তব্য করে বিএনপির এই প্রার্থী বলেন, ভোট জনগণের অধিকার। তারা যাতে নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে। সে নিশ্চয়তা অবশ্যই নির্বাচন কমিশনকে দিতে হবে।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। কোনো অপশক্তিকে ভয় পাবেন না। আমি আপনাদের পাশে আছি, থাকবো। রাষ্ট্রের মালিকানা আপনাদের। সরকার এবং নির্বাচন কমিশন যদি গ্রহণযোগ্য নির্বাচনের নূন্যতম নিশ্চয়তা দেয় তবে জনগণ নিশ্চয়ই ধানের প্রার্থীকে এ আসনে বিজয়ী করবে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল