২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভোটের ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত মঞ্চ

ভোটের ফলাফল প্রকাশের জন্য প্রস্তুত মঞ্চ - ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে শিল্পকলা একাডেমির নাট্যশালার মূল মিলনায়তন থেকে। ইতোমধ্যেই ফলাফল প্রকাশের জন্য মিলনায়তনে মঞ্চ তৈরিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন ফলাফল ঘোষণা করা হবে। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ফলাফল প্রকাশের পাশাপাশি ভোটগ্রহণের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গ্রহণ করার জন্য একাডেমির জাতীয় নাট্যশালার পার্কিং স্পেস ও উন্মুক্ত প্রাঙ্গণে ২৫টি করে বুথ খোলা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ফলাফল প্রকাশের জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। বিকেল সাড়ে চারটা থেকে ফলাফল আসতে শুরু করেছে।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গেলে দেখা যায়, মূলমঞ্চে তিনটি টেবিল বসানো হয়েছে। এর মধ্যের টেবিল থেকে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন ফলাফল ঘোষণা করবেন। এছাড়া তার ডানে ও বামে সহকারী রিটার্নিং কর্মকর্তারা বসবেন।


আরো সংবাদ



premium cement