নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা নেই ভোটারদের : ড. কামাল
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০০, আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২১
‘ভোটাররা ভোট দিতে আসছেন না, কারণ তাদের নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ ভোটকেন্দ্রে ভোট দেয়ার পরে গণমাধ্যমকর্মীদের কাছে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি ভোট গ্রহণে সন্তুষ্ট নই, ভোট দিতে বেশি সময় লেগে যাচ্ছে। স্বল্প ভোটগ্রহণের পেছনের অন্যতম কারণ হতে পারে ভোটাররা নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখে না।’
নিজের অভিজ্ঞতা বর্ণনা করে ড. কামাল বলেন, ভোট দিতে তার প্রায় ৩০ মিনিট সময় লেগেছে। ‘ইভিএম একটি জটিল ব্যবস্থা’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি নিশ্চিত প্রক্রিয়াটি এত জটিল হওয়ায় ভোট দিতে লোকজন ভোটকেন্দ্রে আসবে না।’
বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেয়া হয়েছে অভিযোগ করে ড. কামাল বলেন, ‘জনগণ ভোট দেয়ার ক্ষেত্রে নানা সমস্যায় পড়েছেন। তিনি আরো বলেন, ইভিএমে জনগণের রায় প্রতিফলিত হবে কিনা, সেটা বোঝা যাবে পরে, এখন তো এটা বোঝা কঠিন। সবাই মিলে ভোট দেওয়া উচিত।’
এর আগে শনিবার সকাল ১০টা ৯ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে উপস্থিত হন। সেখানে তার আঙুলের ছাপ না মেলায় বিঢ়ম্বনার শিকার হন তিনি। পরে ৩৩ মিনিট পর ১০টা ৪২ মিনিটের দিকে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হন তিনি। যদিও তার ভোটটি সহকারী প্রিজাইডিং অফিসার কাওসার জাহান দিয়ে ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা