'আমার ভোট বিফলে যাবে না'
- অনলাইন প্রতিবেদক
- ০১ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৪, আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৮
ভোট দেয়া খুব সহজ, দেখা যায়, আমার ভোট হয়েছে সেটাও বলে দিচ্ছে'।
শনিবার সকাল দশটার সময় রাজধানীর হাজারীবাগে ইকরা স্কুল কেন্দ্রে ভোট দেয়ার পর স্থানীয় বাসিন্দা আজহার সরদার এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।
অপর একজন বাসিন্দা সরোয়ার আলম বলেন ইভিএম মেশিনে ভোট দেয়ার বিষয়ে যা মনে করেছিলাম তা নয়। মেশিনটিতে ভোট দেয়া অনেক সহজ মনে হয়েছে।
দেখা যায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারে কম। কেন্দ্রের বুথ গুলো এজেন্ট ও
প্রিসাইডিং অফিসার রায় পাহারা দিচ্ছেন।
ধানমন্ডির ঝিগাতলা, হাজারিবাগ, কামরাঙ্গিরচরসহ কয়েকটি জায়গায় ঘুরে আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট ছাড়া বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কোনো পোলিং এজেন্টকে খুঁজে পাওয়া যায়নি।
আজ শনিবার সকাল ৮টা ভোট গ্রহণ শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার কিছু কেন্দ্রে পরীক্ষামূলক ইভিএমে ভোট দান প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, তিনি কখনো পক্ষপাতমূলক নির্বাচন করেননি, এবারও করবেন না। ইভিএমে কোনভাবেই কারচুপির সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি। এবারের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৬জন। আর কাউন্সিলর পদে ২৫১জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৭৭ জন নারী প্রার্থী ৫৪টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ছেন সতজন। আর কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত আসনে ৮২ জন নারী প্রার্থী ৭৫টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঢাকার দুই সিটিতে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭জন। ঢাকা উত্তরে ভোট কেন্দ্রের সংখ্যা ভোটকক্ষের সংখ্যা ১হাজার ৩১৮টি এবং দক্ষিণ সিটিতে ১হাজার ১৫০টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
ভোটকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যানবাহন চলাচলে আরোপ করা হয়েছে কড়াকড়ি।
এছাড়া ৩১ জানুয়ারি মধ্যরাত থেকে ১ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।
একইভাবে সদরঘাটেও ২৪ঘণ্টা সব ধরণের নৌচলাচল বন্ধ থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার নিরাপত্তায় নিয়োজিত আছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা