ইশরাকের গণসংযোগে ফুল ছিটিয়ে সাধারণ ভোটারদের অভিনন্দন
- অনলাইন প্রতিবেদক
- ১৯ জানুয়ারি ২০২০, ১৪:৩৯
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের গণসংযোগ চলাকালে রাজধানীর লালবাগ এলাকায় বহুতল আবাসিক ভবনের উপর থেকে ফুল ছিটিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ ভোটাররা। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাদেরকে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সাথে থাকা নেতাকর্মী এবং দলীয় সমর্থকরা বেগম খালেদা জিয়ার মুক্তি ও ধানের শীষে ভোট চেয়ে স্লোগান দিতে থাকেন।
এর আগে রোববার সকাল ১০টায় ঢাকা সিটি করপোরশনের দুই মেয়র প্রার্থীসহ দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।
মাজারে শ্রদ্ধা ও মোনাজাত শেষে আজিমপুর বাসস্ট্যান্ড থেকে রোববারের গণসংযোগের কর্মসূচি শুরু করেন তিনি। পরে আজিমপুর ছাপড়া মসজিদ, কবরস্থান হয়ে লালবাগের জগন্নাথ ঘোষ রোডে এলে একটি বহুতল ভবনের উপর থেকে স্থানীয় এক ভোটার ইশরাক হোসেনকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা