মুরাদনগর : ‘রাতে ভোট কেটে নিয়ে দিনে প্রহসন করা হয়েছে’
- আমিনুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) থেকে
- ৩০ ডিসেম্বর ২০১৮, ১২:৫৩, আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ১৩:৩০
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী কে এম মজিবুল হক অভিযোগ করেছেন, ভোট গত রাতেই ‘শেষ হয়ে গেছে’, এখন লোক দেখানো প্রহসন হচ্ছে। তিনি উল্লেখ করেন, আগের রাতেই অধিকাংশ ভোট কেন্দ্রের ভোট সীল মেরে বাক্সে ঢুকিয়ে ফেলা হয়েছে। সকালেও অনেক কেন্দ্র দখল করে নেয়া হয়েছে। আমাকে এবং ধানের শীষের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রেখে ব্যালটে জাল ভোট ভরার কাজ করা হয়েছে। এসময় নির্বিচারে ধানের শীষের এজেন্টদেরকে গ্রেফতার ও আটক করে রাখা হয়েছে। আজ মুরাদনগরের কোন কেন্দ্রেই ধানের শীষের এজন্টদের থাকতে দেয়া হয়নি। অর্থহীন এই নির্বাচন মুরাদনগরের মানুষ বর্জন করেছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, আজ সকাল থেকেই কেন্দ্রগুলোতে বিএনপি প্রার্থীর কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। প্রায় সব কেন্দ্রই ভোটার শূন্য ও ফাঁকা। কোনো কেন্দ্রেই সরকারি দলের প্রার্থী ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা প্রার্থীরা বলেছেন, তাদের জানানো হয়েছে তাদের ভোট হয়ে গেছে।
সুলতানপুর হানিফ সরদার উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার তুহিন সরকার দাসের কাছে তার কেন্দ্রে ভোট দেখতে যেতে চাইলে তিনি সম্মতি না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। এরপর তিনি স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেন এবং জানান ঢাকা থেকে সাংবাদিকরা এসেছেন তারা ভোট গ্রহণ দেখতে চান। কিছুক্ষণ পর এই আওয়ামী লীগ নেতা ভোটকেন্দ্রের ভেতরে যাবার অনুমতি দেন। ভেতরে যাবার পর দেখা যায় সেখানে সাধারণ কোনো ভোটার নেই। নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকে এজেন্ট নেই। অল্পক্ষণ আগেই সেখানে ব্যালটে সীল মারার আয়োজনের স্পষ্ট আলামত দেখা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা