২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

সংসদ নির্বাচনই এখন প্রধান লক্ষ্য : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

ধামরাইয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ - ছবি : নয়া দিগন্ত

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল প্রায় সকলেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন। তাই এখন আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন। স্থানীয় নির্বাচনের চিন্তা-ভাবনা আপাতত করছি না।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আগে স্থানীয় নির্বাচন করার জন্য আমাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয়। আগে যদি স্থানীয় নির্বাচন করা হয় তাহলে প্রায় এক বছর সময় লেগে যাবে তা শেষ করতে। পরে সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে করা অসম্ভব হবে। তাই আমাদের মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন।’

‘সংসদ নির্বাচনকে টার্গেট করেই এখন ভোটারলিস্টের হালনাগাদ করা হচ্ছে। জুন মাসের মধ্যেই এ লিস্ট চূড়ান্ত হয়ে যাবে। ডিসেম্বরে সংসদ নির্বাচন হলে অক্টোবর-নভেম্বরের মধ্যে সিডিউল দিতে হবে,’ বলেন তিনি।

এদিকে, দেশে দিন দিন আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ ফজলুর করিম, নির্বাচন কমিশনারের একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, উপজেলা নির্বাচন অফিসার এস এম সাদিকুর রহমান ও কৃষি অফিসার আরিফুর রহমান প্রমুখ।

ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে পৌর এলাকার মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা আন্তঃস্কুল ও মাদরাসা বার্ষিক প্রতিযোগিতা এবং টপ-ফিপটিন মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন নির্বাচন কমিশনার। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে চায় চীন ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ সংসদ নির্বাচনই এখন প্রধান লক্ষ্য : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃষ্টিতে মাঠেই গড়ালো না বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি : শ্রম উপদেষ্টা ১০৪ পুলিশ কর্মকর্তার পদোন্নতি ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে চক্রান্ত ব্যর্থ করার আহ্বান খালেদা জিয়ার সংস্কার-স্থানীয় নির্বাচন নিয়ে জনগণের সামনে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে : তারেক রহমান বিএনপির বর্ধিত সভা শুরু, প্রধান অতিথি খালেদা জিয়া ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ

সকল