২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন - ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে তারা এমন একটি জোয়ার সৃষ্টি করবেন, যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিইসি বলেন, ‘তারা আগেভাগে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না, তবে প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে।’

‘ভোটারতালিকা তৈরি এবং অন্যান্য প্রস্তুতি তারা নিচ্ছেন, সীমানা পুনর্নির্ধারণের অনেকগুলো আবেদন ঝুলে আছে, আইনি জটিলতার কারণে তারা নিষ্পত্তি করতে পারছেন না। ৫০-এর বেশি আসন নিয়ে ৩৫০ বেশি আবেদন ঝুলে আছে। এই আইন সংশোধন করার জন্য তারা এরইমধ্যে সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন।’

নাসির উদ্দিন বলেন, ‘আরো কিছু বিষয়ে সরকারের কাছে প্রস্তাব দেবে নির্বাচন কমিশন। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যতটুকু সংস্কার দরকার, তার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, যা সংস্কার দরকার, তার প্রস্তাব আমরা সরকারের কাছে দেব।’

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন করা সম্ভব কিনা; প্রশ্নে তিনি বলেন, ‘তারা মনে করছেন, ডিসেম্বর আসতে আসতে এই পরিস্থিতি স্থিতিশীল হবে। থিংক দিজ থিং উইল সেটল ডাউন বা দিজ টাইম। সবার সহযোগিতা নিয়ে তারা এমন একটি জোয়ার সৃষ্টি করবেন, যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না।’

এখানে নিজেদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই বলে মন্তব্য করে সিইসি বলেন, ‘আমাদের পার্সোনাল কোনো এজেন্ডা নেই। অন্য কারো এজেন্ডা নিয়েও আমরা কাজ করছি না। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা সবাই আন্তরিকভাবে কাজ করছি।’

‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, নির্বাচন কমিশন তাতে জড়িত হতে চায় না। আগে ভোটার তালিকা হোক; এখনো ভোটার তালিকায় করা সম্ভব হয়নি,’ যোগ করেন তিনি।
সূত্র : ইউএনবি

 


আরো সংবাদ



premium cement
সরকারের সকল দফতরে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত ভোলায় ভুয়া এনএসআইকে ধরলো আসল এনএসআই ভোলায় এনএসআই পরিচয় দেয়া ১ প্রতারক আটক প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় যুবলীগ নেতা আটক পাংশায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ খবরটি সঠিক নয় রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসঙ্ঘকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান তৌহিদের খুলনা মহানগর বিএনপির নতুন সভাপতি মনা, সম্পাদক তুহিন ‘চলতি বছর থেকে শুরু হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফেলোশিপ’ নাটোরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম চট্টগ্রামের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

সকল