০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১, ৪ শাবান ১৪৪৬
`

নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে : ইসি সানাউল্লাহ

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো: সানাউল্লাহ - ছবি : বাসস

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো: সানাউল্লাহ বলেছেন, দীর্ঘ দিন ধরে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত থাকার কারণে সকলেই আসন্ন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘সারা দেশের বিভিন্ন স্তরের মানুষের সাথে বৈঠক করার পর আমার মনে হয়েছে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে প্রশাসনিক ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে ভোটার তালিকা হালনাগাদ ও আগামী সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সারা দেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ইসি জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ত্রুটিমুক্ত ও নির্ভুল ভোটার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে।’

নির্বাচন কমিশনার বলেন, ‘ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী জাতীয় নির্বাচন এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে সংস্কার ব্যাপকতর হলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

তিনি আরো বলেন, ‘পূর্ববর্তী নির্বাচন জালিয়াতির সাথে জড়িত নির্বাচন কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হবে। এই বিষয়ে সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।’

আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement