২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

তফসিল ঘোষণার সময় যারা নিবন্ধিত থাকবেন, তাদের নিয়েই নির্বাচন : ইসি সানাউল্লাহ

বক্তব্য রাখছেন ইসি সানাউল্লাহ - ছবি : নয়া দিগন্ত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ বলেছেন, বিচারিক ও রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে তফসিল ঘোষণার সময় যারা নিবন্ধিত থাকবেন, তাদের নিয়েই নির্বাচন হবে।

রোববার সকাল ১০টায় রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার হালনাগাদবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, অতীতে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেখান থেকে উঠে আসার জন্য যা যা করা দরকার, বর্তমান নির্বাচন কমিশন সেটা করবে।

তিনি আরো বলেন, জুন মাসের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে নতুন ভোটাররা তালিকাভুক্ত হবেন। তবে এর মাঝে কোনো আইন দ্বারা তাদের তালিকাভুক্ত করার বিষয় থাকলে সেটাও করতে হবে। ভোটার হালনাগাদ প্রক্রিয়া একটি স্বচ্ছ নির্বাচন করার অংশ।

এ সময় একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশনা দেন তিনি।

এই নির্বাচন কমিশনার বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন, তা-ই করা হবে। এতে করে সবাই সমভাবে দেখা হবে।

তিনি আরো বলেন, নির্বাচনের কারণে শুধু পুলিশ নয়, সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে আমরা সবাই বিষয়টি উপলব্ধি করি। আমাদের সবার ভাবমূর্তি পূনরুদ্ধার করতে হবে। সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন। আমি নিশ্চিত যে সেটা আমরা সবাই করতে বদ্ধ পরিকর।’

সানাউল্লাহ বলেন, ‘তফসিল ঘোষণার সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখতে হবে সার্বিক রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়। ওই সময় যারা নিবন্ধনভুক্ত থাকবে, তাদেরকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং আগে থেকে কোনো কিছু বলা যাবে না, কারা নির্বাচন করতে পারবে বা কারা নির্বাচন করতে পারবে না। এটি একটি বিচারিক প্রক্রিয়া ও রাজনৈতিক প্রজ্ঞার বিষয়। এখানে একটা ঐক্যমতের বিষয়ও আছে।

তিনি আরো বলেন, ‘আমরা নিশ্চিত করব, আমাদের যে পুল অব অফিসার আছে তাদের মধ্যে থেকে বেছে যারা নিরপেক্ষ এবং কাজ করার মতো সাহসী তাদেরকেই আমরা নির্বাচনে যুক্ত করব। শুধু নির্বাচনে যুক্ত করাই না। তাদেরকে সম্পুর্ণ ক্ষমতায়ন করব। যেন তারা স্বচ্ছভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

সানাউল্লাহ বলেন, ‘ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান। এর মধ্যে যদি সরকার আগে বা পরে কিছু সংখ্যক স্থানীয় সরকার নির্বাচন হয়। সরকার যদি সেটা চায়, তাহলে আমরা সরকারকে সহায়তা করব।

সানাউল্লাহ বলেন, ‘আমরা আগেই বলেছি যে জাতীয় সংসদ নির্বাচন ইভিএমএ হবে না। তবে অন্যান্য নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা ওই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সম্মেলন কক্ষে এ সময় আরো বক্তব্য রাখেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল, এসপি আবু সাইম। সেখানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।

পরে নির্বাচন কমিশনার রংপুর মহানগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে মতিবিনিময় সভা এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন।


আরো সংবাদ



premium cement
‘সে আমারে দুই সন্তান আর তার নতুন কবর উপহার দিয়ে গেল’ প্রথম ঘণ্টায় ঢাকার পুঁজিবাজারে সবকটি সূচকের পতন নির্বাসন চুক্তির পর কলম্বিয়ার ওপর শুল্ক ও নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মুখে অভিবাসীবাহী মার্কিন ফ্লাইট অবতরণে অনুমতি কলোম্বিয়ার কঙ্গোতে সকল বাংলাদেশী শান্তিরক্ষী নিরাপদ রয়েছেন : আইএসপিআর জামিন পেলেন পরীমণি হাতকড়া পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ইয়েহুদকে মুক্তি দেবে হামাস, গাজাবাসীদের উত্তরে ফিরে যাওয়ার অনুমতি ইসরাইলের রামপুরায় ভবনে ঝুলে থাকা তরুণকে গুলি: অভিযুক্ত এসআই খাগড়াছড়িতে আটক

সকল