২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীকে পাশে চাইলেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন - ছবি - ইন্টারনেট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে নতুন করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি আমরা। আর এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরো দেশবাসীকে আমাদের পাশে চাই।

আজ সোমবার দুপুরে সাভার উপজেলা নির্বাচন কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানের আগে সাভার উপজেলা হলরুমে আলোচনা সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্বে) কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা হবে। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫ হাজার লোকবল। যারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো: সানাউল্লাহ বলেন, ৪০ থেকে ৪৫ লাখ ভোটার হালনাগাদ কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারে। তালিকায় দ্বৈত ভোটার যেন না থাকে, মৃত ভোটার যেন বাদ দেয়া যায় এবং নতুনদের অন্তর্ভুক্ত করে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের জন্যই বাড়িবাড়ি তথ্য হালনাগাদ করছি।

২০০৭-০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর হালানাগাদ করা হয়েছে ছয়বার। ২০০৯-১০, ২০১২-১৩, ২০১৫-১৬, ২০১৭-১৮, ২০১৯-২০ ও ২০২২-২৩ সালে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করেছে ইসি।

বিশেষ অতিথির বক্তব্যে অন্যান্য নির্বাচন কমিশনাররা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্ভুল ভোটার তালিকার গুরুত্বের কথা তুলে ধরেন। এজন্য যারা হালনাগাদ কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও একনিষ্ঠতার সাথে ভোটারদের নির্ভুল তথ্য সংগ্রহের অনুরোধ জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো: আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অব.), জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
মেডিক্যাল ভর্তি পরীক্ষা : কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফল স্থগিত দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে আত্মঘাতি বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান রেজাউল করিমের ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার রাজনীতিতে স্লোগান নয়, মেধা-বুদ্ধির প্রতিযোগিতা চলছে : মির্জা ফখরুল ৮ দফা না মানলে সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট ঘোষণা বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করল রাজশাহী জাতিসঙ্ঘের নির্বাচনী মিশনের সাথে জামায়াতের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত সিরাজদিখানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, গুরুতর আহত ৬ চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের বিষয়ে আদেশ বুধবার খুলনায় যুবদল নেতাকে কু‌পি‌য়ে হত্যা

সকল