দলগুলো চাইলে ডিসেম্বরেই নির্বাচন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জানুয়ারি ২০২৫, ২০:০৪
নির্বাচনের রোডম্যাপ দেয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো যদি সব সংস্কার না চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
‘তবে রাজনৈতিক দলগুলো যদি সরকারকে দিয়ে আরো কিছু সংস্কার করিয়ে নিতে চায় তাহলে আরো ছয় মাস সময় লাগতে পারে,’ বলেন তিনি।
গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, ‘মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।’
পরদিন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে তার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘চূড়ান্ত তারিখ কী, সেটা নির্ভর করবে সংস্কারের ওপর।... আপনি আশা করতে পারেন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন হবে।’
বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে।
নির্বাচন নাকি সংস্কার, কোনটি অগ্রাধিকার পাবে এই প্রশ্নেই বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা