একীভূত আইনে নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের পরামর্শ
- বিশেষ সংবাদদাতা
- ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬, আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১৩:৪৯
দলীয় প্রভাবমুক্ত এবং সঠিকভাবে কাজ করার স্বার্থে একীভূত আইন করে সংসদীয় পদ্ধতিতে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ।
তিনি বলেন, এক দিনে নির্বাচন হলে খরচও কমে আসবে ছয় শ’ কোটি টাকা। যেখানে গত তিন বছরে স্থানীয় সরকার নির্বাচনে ব্যয় হয়েছে ২৩ হাজার কোটি টাকা।
আজ সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এতে কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
ড. তোফায়েল আহমেদ বলেন, উপজেলায় ইউনিয়ন না বাড়িয়ে জনসংখ্যা অনুযায়ী ওয়ার্ড বাড়ানো যেতে পারে। স্থানীয় নির্বাচনের দায়িত্ব ইসির হাতে সাংবিধানিকভাবে দেয়া হলে মন্ত্রণালয়ের প্রভাব থাকবে না।
তিনি বলেন, নারী জনপ্রতিনিধিদের কাজের পরিধি নির্ধারণ করে দেয়া।
কমিশন প্রধান বলেন, গত ২০২১ থেকে ২০২৪ সময়ে স্থানীয় সরকার নির্বাচন করতে ২৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এটা এক দিনে করা উচিত। রাষ্ট্রের ব্যয় অনেক কমবে।
ড. তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকারের কাজে সংসদ সদস্যদের হস্তক্ষেপ বন্ধ করা, তারা পরামর্শক হিসেবে থাকতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা