খসড়া ভোটার তালিকা প্রকাশ বৃহস্পতিবার
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জানুয়ারি ২০২৫, ২০:২৮, আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ২১:১২
নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার। কমিশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে নির্বাচন কমিশন একটি সংবাদ সম্মেলন করবে বলেও জানানো হয়েছে।
প্রতিবছরই ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে থাকে কমিশন। আগামী নির্বাচনকে সামনে রেখে এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার ঘোষণা দিয়েছে তারা।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের সময়সীমা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা দেখা যাচ্ছে। সংস্কার নাকি নির্বাচন- কোনটি অগ্রাধিকার পাওয়া উচিত তা নিয়েও বিভিন্ন বিতর্কও চলমান।
১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা