১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত নিতে চালু হচ্ছে ওয়েবসাইট

সংবিধান সংস্কারে নাগরিকদের মতামত নিতে চালু হচ্ছে ওয়েবসাইট - ছবি : সংগৃহীত

‘সংস্কারের সুপারিশ তৈরির জন্য বিভিন্ন অংশীজনের লিখিত মতামত ও প্রস্তাব নেবে সংবিধান সংস্কার কমিশন। পাশাপাশি সংবিধান সংস্কারে সাধারণ জনগণের মতামত ও প্রস্তাব ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করা হবে।’

রোববার (৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংবিধান সংস্কারবিষয়ক এক সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান আলী রীয়াজ এই কথা বলেছেন।

সংবিধান সংস্কার কমিশন জানায়, আগামী মঙ্গলবার থেকে এই ওয়েবসাইট কার্যকর হবে। প্রেস রিলিজের মাধ্যমে এই ঠিকানা জানানো হবে। এর ব্যাপক প্রচারের জন্য গণমাধ্যমগুলোর প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সংস্কার কমিশনের প্রধান বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে লিখিত মতামত এবং সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য তাদের সনির্বন্ধ অনুরোধ করব। সরকার বিভিন্ন কমিশনের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করবে।

তিনি বলেন, সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি আলোচনা করবে না। কিন্তু তাদের দেয়া প্রতিটি লিখিত প্রস্তাব ও মতামত কমিশন নিবিড়ভাবে পর্যালোচনা করবে এবং কমিশনের সুপারিশে তার যথাসাধ্য প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকবে।

তিনি আরো বলেন, কমিশন এই পর্যায়ে সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ, আইনজীবী, সিভিল সোসাইটির সংগঠনগুলোর প্রতিনিধি, সিভিল সোসাইটির নেতৃস্থানীয় ব্যক্তি, পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধি, তরুণ চিন্তাবিদ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে এবং তাদের কাছে থেকে লিখিত প্রস্তাব আহ্বান করবে।

আলী রীয়াজ বলেন, ‘এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সাথেও আলোচনা করা হবে। আমরা আশা করছি যে আগামী সপ্তাহ থেকেই অংশীজনদের সাথে আলোচনা শুরু করতে সক্ষম হব।’


আরো সংবাদ



premium cement
ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩১ সমালোচকদের উদ্দেশে যা বললেন চিত্রনায়িকা শাবনূর বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার মিয়ানমারে জান্তা বাহিনীর গুরুত্বপূর্ণ ফাঁড়িতে আক্রমণ আরাকান আর্মির বশেমুরকৃবিতে ল্যাব ব্যবস্থাপনা ও পরিচালনায় সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ ভারতের দলিত কিশোরীকে ৫ বছর ধরে ৬৪ জন মিলে ধর্ষণ! পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে ২ নারীর লাশ উদ্ধার কক্সবাজারে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’ বাকৃবি প্রশাসনের কাছে ছাত্র শিবিরের ৩২ দফা দাবি নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৫৯ কর্মকর্তা

সকল