১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

এনসিটিবির নতুন চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান

অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান - ছবি : সংগৃহীত

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান। তিনি শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা।

শনিবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেয়া হয়।

গত ২৮ জুলাই দ্বিতীয় মেয়াদে এনসিটিবির চেয়ারম্যান নিয়োগ পান অধ্যাপক ফরহাদুল ইসলাম। সরকার পতনের পর তার নিয়োগের ২২ দিনের মাথায় গত ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবির চৌধুরীকে একই দিনে চেয়ারম্যান পদে রুটিন দায়িত্ব দেয়া হয়।

অধ্যাপক রিয়াজুল হাসান সর্বশেষ কর্মস্থল ছিল ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ। তিনি এই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক।


আরো সংবাদ



premium cement