১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘বাংলা ব্লকেডে’ শিক্ষাথীদের ওপর হামলার বিচারের দাবিতে জবিতে বিক্ষোভ

‘বাংলা ব্লকেডে’ শিক্ষাথীদের ওপর হামলার বিচারের দাবিতে জবিতে বিক্ষোভ - সংগৃহীত

‘বাংলা ব্লকেড’ চলাকালে দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে সব ধরনের অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে ছুটির দিনেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে যোগ দেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল করে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে এবং তারপরে ক্যাম্পাসের প্রধান ফটকে জড়ো হয়। বিক্ষোভের কারণে সদরঘাট এলাকায় ব্যাপক যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে শিক্ষার্থীরা ‘কোটা নাকি মেধা, মেধা, মেধা’, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কেন বর্বরতা? আমরা জবাব চাই!’ এবং ‘বাংলায় খবর ছড়িয়ে দাও, কোটা পদ্ধতিকে কবর দাও!’ বলে স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ না সরকার সব ধরনের অন্যায্য কোটা বাতিল করে সংসদে আইন প্রণয়ন না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না, যতক্ষণ না সংবিধানে উল্লেখিত কোটা শুধু সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ব্যবহৃত হবে।’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘আমরা সরকারি চাকরিতে সব ধরনের অযৌক্তিক কোটা বাতিলের যৌক্তিক দাবিতে আন্দোলন করছি। তবে শান্তিপূর্ণ আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের সহপাঠীদের ওপর সহিংসতা আমরা প্রত্যক্ষ করেছি। আমরা এই হামলার জন্য দায়ীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুক্রবার বিকেলে একটি বিক্ষোভ সমাবেশ করে এবং শাহবাগ মোড় অবরোধ করে।

আন্দোলনের অন্যতম সংগঠক আবু বক্কর মজুমদার জানান, শনিবার আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল