১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কোটাবিরোধী আন্দোলনে বুয়েট শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

- ছবি : ইউএনবি

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বুয়েটের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন আনুমানিক দেড় শ’ শিক্ষার্থী।

এসময় কোটাবিরোধী আন্দোলন নিয়ে সংবাদ বিবৃতি দেন তারা।

বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধকালীন ও পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলেন তাই এক সময় পর্যন্ত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা যৌক্তিক ছিল। কিন্তু তাদের উত্তরসূরিরা একই বিষয়ের মধ্য দিয়ে যায়নি। তাই পরিস্থিতি বিবেচনায় কোটা পদ্ধতির সংস্কার জরুরি।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এছাড়াও ১০ শতাংশ নারী কোটা খুবই লজ্জাজনক নারীদের জন্য। তাই এই কোটা পদ্ধতি সংস্কার করতে হবে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement